• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অল্প দিনেই মন ছুঁয়েছে গোধূলি আলাপ! নোলক আর উকিলবাবুর কান্ড দেখে দর্শক বলছেন ‘কিউট জুটি’

Published on:

Godhuli Alap,গোধূলি আলাপ,Nolok,নোলক,Arindam Roy,অরিন্দম রায়,New Promo,নতুন প্রোমো,Sweet Couple,মিষ্টি জুটি,Viral Video,ভাইরাল ভিডিও

সিরিয়াল ছাড়া এক মুহুর্ত চলে না সিরিয়াল প্রেমী দর্শকদের। তাই সিরিয়ালের পোকা দর্শকদের জীবনের সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে একাধিক বিনোদনমূলক সিরিয়াল। তাই সারাদিনের ব্যস্ততা থেকে অবসর মিলতেই ক্লান্তি দূর করতে প্রায় প্রতিদিনই টিভির পর্দায় পছন্দের সিরিয়াল দেখতে বসে যান দর্শকরা। দিনে দিনে দর্শকদের মধ্যেও বাড়ছে ভিন্ন স্বাদের সিরিয়ালের চাহিদা।

দর্শকদের এই চাহিদা কে গুরুত্ব দিয়েই এখন সারা সপ্তাহ জুড়েই চলে বিনোদন। দর্শকদের পছন্দের এমন বেশ কিছু সিরিয়াল আছে যেখানে কনটেন্টই শেষ কথা বলে। তাই টি আর পি স্কোর যাই হোক না কেন অল্প দিনের মধ্যেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, এমনই এক ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল হল গোধূলি আলাপ (Godhuli Alap)। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) প্রযোজিত এই সিরিয়ালের মূল অস্ত্র স্ক্রিপ্ট আর তুখোড় অভিনয়।

Godhuli Alap,গোধূলি আলাপ,Nolok,নোলক,Arindam Roy,অরিন্দম রায়,New Promo,নতুন প্রোমো,Sweet Couple,মিষ্টি জুটি,Viral Video,ভাইরাল ভিডিও
আজকের দিনে সব সিরিয়ালের ক্ষেত্রে টিআরপিই (TRP) শেষ কথা হলেও এই সিরিয়ালের অভিনব বিষয়বস্তু থেকে শুরু করে পেশায় বহুরূপী নোলক (Nolok) আর প্রসিদ্ধ উকিল অরিন্দম রায়ের (Arindam Roy) অসম বয়সী দাম্পত্য জীবন অল্প দিনেই মন ছুঁয়েছে দর্শকদের। এরইমধ্যে দর্শকদের কাছে ‘মিষ্টি জুটি’র তকমা পেয়েছে নোলক আর অরিন্দম। উকিলবাবুর চরিত্রে কৌশিক সেনের (Kaushik Sen) পাশাপাশি নোলকের চরিত্রে সোমু সরকারের (Somu Sarkar) সাবলীল অভিনয় দেখে প্রশংসা করছেন দর্শকরাও।

Godhuli Alap,গোধূলি আলাপ,Nolok,নোলক,Arindam Roy,অরিন্দম রায়,New Promo,নতুন প্রোমো,Sweet Couple,মিষ্টি জুটি,Viral Video,ভাইরাল ভিডিও

প্রসঙ্গত এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন সিরিয়ালে পরিস্থিতির চাপে উকিলবাবু পেশায় বহুরূপী গ্রামের মেয়ে নোলককে বিয়ে করে নিয়েছিলেন। এরপর থেকেই সম্পূর্ণ ভিন্ন মেরুর অসমবয়সী, দুজন মানুষের দাম্পত্য জীবন নিয়ে এগিয়ে চলেছে এই সিরিয়ালের গল্প।শুরু থেকেই এই ধারাবাহিকে দেখা যাচ্ছে নোলকের মত গ্রামের দস্যি মেয়েকে বিয়ে করার পর থেকেই একেবারে নাজেহাল অবস্থা শহরের দাপুটে উকিলবাবুর।

Godhuli Alap,গোধূলি আলাপ,Nolok,নোলক,Arindam Roy,অরিন্দম রায়,New Promo,নতুন প্রোমো,Sweet Couple,মিষ্টি জুটি,Viral Video,ভাইরাল ভিডিও

তবে এই অল্প কয়েকদিনের মধ্যেই শিশু সুলভ নোলকের প্রতি একপ্রকার মায়া তৈরি হয়েছে উকিল বাবুর। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের নতুন এক মজার প্রোমো। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে রাত্রে ঘুমের মধ্যেই ভুল বকছেন নোলক। মাঝরাতে বৌয়ের এমন কান্ড দেখে বেশ ঘাবড়ে গিয়েছেন উকিলবাবু। কিছু বুঝতে না পেরে এরপর নোলকের চোখে জল ছেঁটাতে শুরু করেন তিনি। এই ভিডিও দেখে দর্শক বলছেন ‘কিউট জুটি। ‘

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥