• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চিন্তায় অরিন্দম! বৌকে আদব কায়দা শেখাতে দাঁতন, গামছার বদলে তুলে দিচ্ছে ব্রাশ, তোয়ালে

Published on:

গোধূলি আলাপ,Godhuli Alap,নোলক,Nolok,অরিন্দম রায়,Arindam Roy,Promo Video,প্রোমো ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া

বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই পছন্দের সিরিয়াল দেখা দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। প্রিয় সিরিয়ালের একটাও এপিসোড মিস করতে চান না দর্শকদের কেউই। তবে এখন সিরিয়ালের বিষয়বস্তুর ধরণ অনেক পাল্টেছে। তাই সাংসারিক কূটকচালি নয় বরং নিখাদ বিনোদনের আঙ্গিকে তৈরি সিরিয়াল দেখতেই অনেক বেশি আগ্রহী দর্শকরা।

মাসখানেক আগেই দর্শকদের জন্য এমনই এক ভিন্ন স্বাদের সিরিয়াল উপহার দিয়েছে স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষ। তাই অত্যন্ত অল্প দিনের মধ্যেই দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এই চ্যানেলের এক্কেবারে নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)। অসম বয়সী দুজন মানুষের দাম্পত্য জীবন এই সিরিয়ালের গল্পের মূল বিষয়। তাই প্রথম প্রমো সামনে আসা মাত্রই সেসময় নেটিজেনদের একটা বড় অংশ শুরুর আগেই সিরিয়াল বন্ধের দাবি তুলেছিলেন।

Godhuli Alap

আসলে এখন বেশীরভাগ সিরিয়ালেই অল্প বয়সী নায়ক নায়িকাদের দেখানো হয়। সেদিক দিয়ে দেখতে গেলে এই সিরিয়ালের নায়ক তথা পেশায় নামী উকিল অরিন্দম রায় এবং পেশায় বহুরূপী গ্রামের মেয়ে নোলকের (Nolok) মধ্যে বয়সের পার্থক্য অনেক বেশি। তাই শুরু থেকেই দর্শক মুখ ফিরিয়ে নেওয়ায় কিছুটা হলেও চাপেই ছিলেন এই সিরিয়ালের কলা কুশলীরা।

গোধূলি আলাপ,Godhuli Alap,নোলক,Nolok,অরিন্দম রায়,Arindam Roy,Promo Video,প্রোমো ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া

কিন্তু এখন সময় পাল্টেছে। মাঝখানে শুধু একটা মাসের ব্যবধান। এরই মধ্যে বাজি উল্টে দিয়েছে গোধূলি আলাপ। গত সপ্তাহের টি আর পি রেটিংয়ে স্লট লীডার হয়ে তাক লাগিয়ে দিয়েছে, নোলক বহুরূপী আর উকিলবাবু মিষ্টি কাহিনী। শুরুতেই এই ধারাবাহিকে দেখা গেছে নোলকের মত গ্রামের দস্যি মেয়েকে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে একপ্রকার পরিস্থিতির চাপে পড়েই বিয়ে করতে রাজি হতে হয়েছিলেন তিনি।

গোধূলি আলাপ,Godhuli Alap,নোলক,Nolok,অরিন্দম রায়,Arindam Roy,Promo Video,প্রোমো ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া

কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যেই শিশু সুলভ নোলকের প্রতি একপ্রকার মায়া তৈরি হয়েছে উকিল বাবুর। তবে অরিন্দমের (Arindam Roy) পরিবারের অনেকেই এখনও পর্যন্ত নোলককে রায় বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেনি। এর জেরে নোলক বকুনিও খাচ্ছে অনেকের কাছেই। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সিরিয়ালের নতুন ভিডিও ক্লিপিং। সেখানে দেখা যাচ্ছে ছোট্ট বৌকে বাড়ির আদব কায়দা শেখাতে তার হাত থেকে দাঁতন,গামছা নিয়ে ব্রাশ, তোয়ালে ধরিয়ে দিচ্ছে উকিল বাবু। নতুন ভিডিও দেখে দারুন খুশি ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥