• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বউ যত ছোটো হোক, বউই হয়! বয়সের ফারাক ঘুচিয়ে উকিল বাবুর প্রতি স্ত্রীর কর্তব্য পালন করছে নোলক

Published on:

গোধূলি আলাপ,Godhuli Alap,নতুন প্রোমো,New Promo,উকিল বাবু,Ukil Babu,নায়িকা নোলক,Nolok

অল্পদিনেই সিরিয়ালের পোকা দর্শকদের কাছে দারুন জনপ্রিয় হয়েছে রাজ চক্রবর্তীর প্রযোজিত একেবারে ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ'(Godhuli Alap)। অসমবয়সী, সম্পূর্ণ ভিন্ন মেরুর দুজন মানুষের দাম্পত্য জীবন নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়ালের গল্প। এই সিরিয়ালের নায়ক অরিন্দম রায়ের চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা কৌশিক সেন এবং নোলক চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী সোমু সরকার।

প্রথমদিকে সিরিয়ালের নায়ক উকিল বাবু (Ukil Babu) এবং নায়িকা নোলকের (Nolok) বয়সের বিস্তর ফারাক নিয়ে দর্শকদের মধ্যে তুমুল সমালোচনা শুরু হলেও বর্তমানে তারা দুজনেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন।দর্শকরা সকলেই এখন নোলক আর তার উকিল বাবুর অনবদ্য অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ।

গোধূলি আলাপ,Godhuli Alap,নতুন প্রোমো,New Promo,উকিল বাবু,Ukil Babu,নায়িকা নোলক,Nolok
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শকরা সকলেই জানেন পরিস্থিতির চাপে পেশায় বহুরূপী গ্রামের মেয়ে নোলককে বিয়ে করে নিয়েছিলেন শহরের নামী উকিল অরিন্দম রায়। তবে এখন অল্প বয়সী এই নোলকের প্রতি এক অদ্ভুত মায়া তৈরি হয়েছে উকিলবাবুর। কিন্তু নোলককে এখনও তার শ্বশুরবাড়ির অনেকেই মেনে নিতে পারেননি।

গোধূলি আলাপ,Godhuli Alap,নতুন প্রোমো,New Promo,উকিল বাবু,Ukil Babu,নায়িকা নোলক,Nolok
এছাড়া ইদানীং উকিলদিদি রোহিণী (Rohini) আর তার মা তো আছেই। উঠতে বসতে নোলককে অপদস্থ করতে চাইছে তারা। এরইমধ্যে সিরিয়ালে এসেছে গেল নতুন ট্যুইস্ট। নোলক জানতে পেরেছে কোন পরিস্থিতি তে তাদের বিয়ে হয়েছিল। তাই উকিলবাবুকে সে মুক্তি দিতে চায় সে। এরইমধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো (New Promo)।

গোধূলি আলাপ,Godhuli Alap,নতুন প্রোমো,New Promo,উকিল বাবু,Ukil Babu,নায়িকা নোলক,Nolok

সেখানে দেখা যাচ্ছে রাগের মাথায় নিজেই নিজের হাতে জোর লাগিয়েছেন উকিল বাবু। তার ওপর সকাল থেকে পেটে কিছু পড়েনি উকিল বাবুর, তাই নিজের থেকেই বরের জন্য লুচি তরকারি নিয়ে এসেছে নোলক। বরের হাতে ব্যান্ডেজ থাকায় নিজে হাতে খাইয়ে দিচ্ছে নোলক। আর তখনই উকিলবাবুর মনে পড়ছে পুরনো কথা। এই ভিডিও দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥