দর্শকদের মনোরঞ্জন করতে একের পর এক নিত্যনতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদন মূলক চ্যানেলগুলি। সেইসাথে রয়েছে টিআরপির (TRP) লড়াই। দর্শক ফেরাতে চলতি বছরের শুরু থেকেই এই চ্যানেল কর্তৃপক্ষের টার্গেট ছিল বস্তাপচা কনসেপ্ট ঝেড়ে ফেলে দর্শকদের জন্য একেবারে ভিন্ন স্বাদের সিরিয়াল উপহার দেওয়া।
তাই একের পর নতুন সিরিয়াল তো আছেই, সেইসাথে রয়েছে টি আর পি চার্টে নজরকাড়া রেটিং পয়েন্ট। তাই সব মিলিয়ে বিগত বেশ কিছুদিন ধরে সময়টা বেশ ভালোই যাচ্ছে স্টার জলসার। সদ্য স্টার জলসার পর্দায় শুরু হয়েছে একবারে নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ'(Godhuli Alap)। ভিন্ন স্বাদেরএই সিরিয়ালে অসম বয়সী দুজন মানুষের এক এক সুন্দর দাম্পত্য জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে দর্শকদের জন্য।
সিরিয়ালে অ্যডভোকেট অরিন্দম বসুর চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। আর তাঁর বিপরীতে পেশায় বহুরূপী গ্রামের মেয়ে নোলকের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে নবাগতা অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)-কে। কিন্তু বয়সের বিস্তর ফারাক থাকা একজন অভিনেতা যে কিনা দেখতে গেলে বাবার বয়সী তার সাথে অল্প বয়সী নায়িকার এই প্রেমের গল্প নিয়ে শুরু থেকেই দর্শকদের প্রশ্নের মুখে পড়েছিলেন এই ধারাবাহিকের নির্মাতারা।
প্রসঙ্গত ইতিমধ্যেই এই ধারাবাহিকে দেখা গিয়েছে শহরের নামি অ্যাডভোকেট অরিন্দম রায়ের সাথে বিয়ে হয়েছে গ্রামের অল্প বয়সী নোলকের। একেবারে গ্রাম্য পরিবেশে বড় হয়ে ওঠা নোলক শহুরে আদব কায়দা জানে না। তাই শুধু তার মনে হয় সে গ্রামের বাড়িতেই ভালো ছিল,এই উকিলবাবুর সাথে তার বিয়ে না হলেই ভালো ছিল।
এরই মধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করা হয়েছে সিরিয়ালের একটি ছোট ভিডিও। সেখানে দেখা যাচ্ছে পেশায় বহুরূপী নোলক মুখোশ পরে বাড়ির মধ্যে ঢুকে আসা এক ব্যাক্তিকে চোর ভেবে তার মাথায় কাপড় দিয়ে জড়িয়ে চেপে ধরে, আর চিৎকার করে বলতে থাকে চোর ধরেছে। এরপর সবাই বেরিয়ে এসে আলো জ্বালতেই দেখা যায় আসলে চোর ভেবে চেপে ধরে রাখা ওই ব্যক্তি হলেন স্বয়ং উকিলবাবু, অর্থাৎ নোলকের স্বামী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।