• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জয় কালী! নতুন বছরকে স্বাগত জানাতে মায়ের রূপ নিল নোলক, রইল পয়লা বৈশাখ স্পেশাল প্রোমো

বাঙালির বিনোদনে বাংলা সিরিয়ালের জুড়ি মেলা ভার। অবসর সময়ে মনের ক্লান্তি দূর করতে কিন্তু প্রায় প্রতিদিনই টিভির পর্দায় পছন্দের সিরিয়াল দেখতে বসে যান দর্শকরা। দিনে দিনে দর্শকমহলে বাড়ছে সিরিয়ালের চাহিদা। আর এখন তো সব বিনোদন মূলক চ্যানেলেই সপ্তাহ জুড়ে চলতে থাকে একের পর সিরিয়ালের দাপট। আর আজকালকার দিনে সব সিরিয়ালের ক্ষেত্রে টিআরপিই (TRP) শেষ কথা।

তাই যে কোন সিরিয়ালেই এখন সাংসারিক কূটকচালি নয় বরং দর্শকদের টানতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে একেবারে নতুন ধরনের কনটেন্টগুলোকে। যা দেখে নিমেষের মধ্যেই মন ভালো হয়ে যাবে দর্শকদের। আর সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এমনই এক ভিন্ন স্বাদের সিরিয়াল গোধূলি আলাপ (Godhuli Alap)। সিরিয়ালে অসম বয়সী অ্যাডভোকেট অরিন্দম রায় আর গ্রামের নোলক বহুরূপীর সুন্দর দাম্পত্য জীবন অল্প দিনেই মন ছুঁয়েছে দর্শকদের।

   

Godhuli Alap

শুরু থেকেই এই ধারাবাহিকে দেখা যাচ্ছে নোলকের মত গ্রামের দস্যি মেয়েকে বিয়ে করার পর থেকেই একেবারে নাজেহাল অবস্থা শহরের এই দাপুটে উকিলবাবুর। বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে একপ্রকার পরিস্থিতির চাপে পড়েই নোলক বহুরূপীকে বিয়ে করতে রাজি হতে হয়েছিলেন তিনি।কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যেই শিশু সুলভ নোলকের প্রতি একপ্রকার মায়া তৈরি হয়েছে উকিল বাবুর।

গোধূলি আলাপ,Godhuli Alap,নোলক,Nolok,অরিন্দম,Arindam,পয়লা বৈশাখ,Poila Boisakh,নতুন প্রোমো,New Promo

তবে অরিন্দমের পরিবারের অনেকেই এখনও পর্যন্ত নোলককে রায়বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেনি। এর জেরে নোলক বকুনিও খাচ্ছে অনেকের কাছেই। আবার মাঝেমধ্যে ছোট্টো বৌয়ের নানান আচরণে বিরক্ত হয়ে অরিন্দমও তাকে মাঝেমধ্যেই বকাঝকা করছেন। কিন্তু নোলক তো নোলকই। বরাবরই সে নিজের তালে থাকে। তাই সুযোগ পেলেই কোনও না কোনও কাণ্ড ঘটিয়ে ফেলছে সে।প্রসঙ্গত রাত পোহালেই পয়লা বৈশাখ।নতুন বছরকে স্বাগত জানাতে নাচে, গানে মেতে উঠবেন গোটা বাঙালি জাতি।

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে গোধূলি আলাপ সিরিয়ালের নতুন প্রোমো। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এই বিশেষ দিনে প্রতি বছরের মতো এবছরও নোলকের শ্বশুর বাড়ি রায়বাড়িতে আয়োজন করা হয়েছে ছোটোখাটো একটি অনুষ্ঠানের। আর এর সঙ্গে খাওয়াদাওয়া তো রয়েছেই। প্রসঙ্গত শ্বশুরবাড়িতে এটাই নোলকের প্রথম পয়লা বৈশাখ। এখন দেখার নববর্ষের দিন নোলক বহুরূপী সেজে আবার নতুন কী কান্ড কারখানা করে বসে।