দর্শকদের বিনোদনের স্বার্থে বিগত কয়েকমাসে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে একাদিক নতুন সিরিয়াল। টোন শুরু হওয়ার আগেই একটি সিরিয়াল নিয়ে শুরু হয়েছিল তুমুল চর্চা।হ্যাঁ ঠিকই ধরেছেন অসমবয়সী প্রেমের গল্প নিয়ে তৈরী ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap) সিরিয়ালের কথাই বলছি। শুরু থেকেই বির্তকের শিরোনামে রয়েছে এই সিরিয়ালটি।
এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় ফিরেছেন বিখ্যাত টলিউড অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। আর অভিনয়ে পা রেখেছেন অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)। সিরিয়ালে দুজনের চরিত্রে নাম যথাক্রমে অরিন্দম ও নোলক। অরিন্দম হলেন শহরের নাম করা একজন উকিল। অন্যদিকে নোলক হল গ্রামের এক ছোট্ট মেয়ে যেকিনা বহুরূপী সেজে সকলের সাথে খেলে বেড়াতো।
ভাগ্যের পরিহাস আর পরিস্থিতির চাপে পরে নোলোককে বিয়ে করে নিজের বাড়িতে এনেছেন অরিন্দম। কিন্তু সেখানেই শুরু সিরিয়ালের কাহিনী। বাড়ি ঢুকতেই মা প্রশ্ন করেছেন, ‘লোকে কি বলবে?’শুরুতে বেশ চর্চা ও সমালোচনা হলেও ইতিমধ্যেই কিন্তু দর্শকদের পছন্দের সিরিয়াল হয় উঠতে শুরু করেছে ‘গোধূলি আলাপ’। নোলক চরিত্রে সোমু সরকারের অভিনয় নিয়ে অনেকেই প্রশংসা করেছেন।
সম্প্রতি আয়োজন করা হয়েছিল ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস ২০২২ (Star Jalsha Parivaar Awards 2022) এর। প্রতিবছর টেলিভিশনের সেরা তারকাদের এই মঞ্চে পুরস্কৃত করা হয়। এবছরেও তেমনটাই করা হয়েছে। এবারের ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে সেরা নবাগত অভিনেত্রী হিসাবে পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী সোমু সরকার। প্রথম সিরিয়ালে অভিনয় করে পাওয়া প্রথম অ্যাওয়ার্ডে স্বাভাবিকভাবেই বেশ খুশি অভিনেত্রী।
নিজেই সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়ার্ড হাতে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। লাল রঙের শাড়ি পরে নোলকের সাজেই অ্যাওয়ার্ড হাতে দেখা গিয়েছে তাকে। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের সব স্বপ্নই সত্যি হবে যদি আমরা সেটার পিছনে দৌড়াতে পারি। আমিও একটা জার্নি শুরু করেছি, এখনো অনেকটা পথ যাওয়া বাকি’।
অভিনেত্রীর ছবিতে লাইক দিয়ে প্রশংসায় ভড়িয়েছেন নেটিজেনরা। অনেকেই তাঁকে কংগ্রাচুলেট করেছেন অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। অনেকেই জানিয়েছেন তাঁর অভিনয় দারুন লাগে। কিন্তু জন আবার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। এক নেটিজেনদের মতে সবেমাত্র সিরিয়াল শুরু হল, এর মধ্যেই অ্যাওয়ার্ড দিয়ে দিতে হল?