দর্শকদের মনোরঞ্জন করতে একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়াল নিয়ে হাজির হচ্ছে বিনোদনমূলক চ্যানেল গুলি। মাত্র মাস খানেক আগে স্টার জলসার পর্দায় শুরু হওয়া এমনই একটি সিরিয়াল হল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)। বাবার বয়সী অভিনেতার সাথে অল্প বয়সী নায়িকার এই প্রেমের গল্প নিয়ে শুরু থেকেই দর্শকদের প্রশ্নের মুখে পড়েছিলেন এই ধারাবাহিকের নির্মাতারা। বাদ যাননি জনপ্রিয় অভিনেতা কৌশিক সেনও।
এই সিরিয়ালের বিষয় হল অসম বয়সী দুজন মানুষের দাম্পত্য জীবনের গল্প। যা নিয়ে শুরুতেই দর্শকদের মধ্যে একটি বড় অংশ আপত্তি জানায়। এমনকি সিরিয়াল না দেখেই সিরিয়াল বন্ধেরও দাবি জানান দর্শকদের একটা বড় অংশ। কিন্তু এক মাসের মধ্যেই পাল্টে যায় পুরো সমীকরণ। দেখা যায় একসময় যারা এই সিরিয়াল বন্ধের দাবি তুলেছিলেন এখন তাদের কাছেই দারুণ পছন্দের জুটি হয়ে উঠেছেন নোলক বহুরপী আর উকিলবাবু অরিন্দম।
সিরিয়ালে শহরের নামী উকিল অরিন্দম রায়ের চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। আর তাঁর বিপরীতে পেশায় বহুরূপী গ্রামের মেয়ে নোলকের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে আনকোরা মুখের অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)-কে। স্টার জলসার মত প্রথম সারির চ্যানেলে মুখ্য চরিত্র হিসাবে প্রথমবার অভিনয় করলেও এর আগে তিনি আকাশ আট চ্যানেলের ধারাবাহিক ‘ইকির মিকির’-এ সেকেন্ড লীড রোলে অভিনয় করছিলেন।
আদতে দক্ষিণ দিনাজপুরের মেয়ে সোমুর পড়াশোনার বিষয় ছিল সাংবাদিকতা। মালদায় সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন সোমু। পেশা বদল করে এখন তিনিই হয়ে উঠেছেন ছোটপর্দার নায়িকা ‘নোলক’। তবে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলেও বরাবরই সোমুর ইচ্ছা ছিল অভিনয় করার। তবে সেইসাথে সোমু জানিয়েছেন ‘কিন্তু হ্যাঁ, যদি অভিনয়ের দিকে আমার ভাগ্য না খুলত, তা হলে হয়তো ভিডিয়ো এডিটর হতাম। আগে ভিডিয়ো এডিট করে রোজগারও করেছি। একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এডিট করেছিলাম।’
তবে সিরিয়ালে অসম বয়সী অভিনেতা কৌশিক সেনের বীপরীতে অভিনয় করলেও বাস্তব জীবনে আজ পর্যন্ত বয়সে বড় কোনো ব্যাক্তির প্রেমে পড়ার সুযোগ পাননি অভিনেত্রী। প্রসঙ্গত মহিলা দর্শকদের কাছে কৌশিক সেন মানেই কিন্তু হট! তবে এপ্রসঙ্গে খানিক লজ্জা পেয়ে সোমু বলেছেন ‘এ বাবা! শব্দটা উচ্চারণ করতেই আমার লজ্জা লাগছে। উনি আমার স্যার। ও ভাবেই দেখি। এ সব জানি না।’
প্রেমের দিক দিয়ে নাকি সোমুর জীবন টা ভীষণ দুঃখের। কারণ অভিনেত্রীর কথায় ‘এখনও প্রেম কী, তাই বুঝিনি। প্রেমে পড়িইনি। অসমবয়সি ছেড়েই দিলাম। সমবয়সি পুরুষের প্রেমেও পড়িনি আমি।কিন্তু ধারাবাহিকে অরিন্দম রায়ের প্রেমে পড়ে সংলাপ আদানপ্রদান করতে হলে তখন কি করবেন সোমু! উত্তরে পর্দার নোলক বলেন ‘আমার ধারণা, সেটে উকিলবাবুর সামনে ‘নোলক’ হয়ে উঠলেই প্রেমের সংলাপ বলতে লজ্জা করবে না। কৌশিক স্যার আর পরিচালক তো আছেনই। ওঁরা আমায় সাহায্য করবেন নিশ্চয়ই।’