দর্শকদের বিনোদনের স্বার্থে বিগত কয়েকমাসে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে একাধিক নতুন সিরিয়াল। এমনই একটি সদ্য শুরু হওয়া ধারাবাহিক হল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap), এই ধারাবাহিক শুরু হওয়ার আগে থেকেই চর্চায় ছিল। তার একটাই কারণ, ধারাবাহিকের স্টার কাস্ট, গল্প, এবং প্রযোজনা সংস্থা। রাজ চক্রবর্তীর প্রযোজনায়, স্টার জলসার নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ’ এ প্রথমে অভিনয় করার কথা ছিল বাবুল সুপ্রিয়র, তার বদলে ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কৌশিক সেন।
রাজ চক্রবর্তী (Raj Chakraborty) প্রযোজিত এই সিরিয়ালের মূল অস্ত্র স্ক্রিপ্ট আর তুখোড় অভিনয়। আজকের দিনে সব সিরিয়ালের ক্ষেত্রে টিআরপিই (TRP) শেষ কথা হলেও এই সিরিয়ালের অভিনব বিষয়বস্তু থেকে শুরু করে পেশায় বহুরূপী নোলক (Nolok) আর প্রসিদ্ধ উকিল অরিন্দম রায়ের (Arindam Roy) অসম বয়সী দাম্পত্য জীবন অল্প দিনেই মন ছুঁয়েছে দর্শকদের।
শহরের অভিজাত পরিবারের ছেলে, তথা নামী উকিল অরিন্দম রায় তথা A.R এর স্ত্রী হিসেবে নোলককে অনেকেই মেনে নিতে পারেনি। আর সেই কারণেই তাদের আচমকা দায়ে পড়ে বিয়েটাকেও অরিন্দমের বাড়ির অনেকেই সম্মতি দেয়না। নোলক অরিন্দমের বউ হয়ে এসে রোহিনীর সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে। আসলে রোহিনীই চেয়েছিল রায় বাড়ির বউ হয়ে অরিন্দমের দংস্থার উত্তরাধিকার হবে।
তাই নোলককে সে কিছুতেই মানতে পারেনি, এবং প্রতি মুহুর্তেই তাকে অপদস্ত করার চেষ্টা করে রোহিনী। পাশাপাশি, অরিন্দমের পিসি, বাড়ির অন্যান্য বাচ্চারাও গ্রাম্য নোলককে মন থেকে মানতে পারেনা৷ মেখলা, জুডো রাও তাই সর্বক্ষণ তার পিছনেই লেগে থাকে। কিন্তু সবকিছুর পরেও সকলকে চমকে দিয়ে সবার মন জয় করে নেয় নোলক রানী।
সম্প্রতি অরিন্দমের বাড়ির সকলে মিলে শপিং করতে মলে গিয়েছিল, তাদের সাথে গিয়েছিল নোলকও। কিন্তু সে তো আর শহরের আদব কায়দা অতটা জানেনা, তাই চলন্ত সিঁড়িতে ওঠার অভিজ্ঞতাও তার নেই। কিন্তু কেউ তাকে সাহায্য না করে জব্দ করতে চলন্ত সিঁড়িতে একা উঠিয়ে দেয়। সেখানে হিমশিম খেয়ে যায় নোলক। এছাড়াও কেনাকাটা করে টাকা কার্ডে দেওয়ার সময়ও বিপদে পড়ে নোলক, তাকে চুরির অপবাদও দেওয়া হয়। সেসব সামলে নোলককে আবার যোগ্য সম্মান ফিরিয়ে দেন অরিন্দম।