সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হলে স্টার জলসার ‘গোধুলি আলাপ’ (Godhuli Alap)। এই সিরিয়ালের সম্প্রচার শুরু হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই নায়ক নায়িকা নোলক (Nolok) – অরিন্দম (Arindam) জুটিকে একেবারে আপন করে নিয়েছেন দর্শক। প্রতি সপ্তাহের টিআরপি লিস্টে ভালো ফল করতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সিরিয়ালের দারুন প্রশংসা করেন নেটিজেনরা।
তাই এই সিরিয়াল যে দর্শক নিয়মিত দেখেন একথা একপ্রকার নিশ্চিত। এ প্রসঙ্গে একবার সিরিয়ালের অভিনেতা কৌশিক সেন বলেছিলেন টিভিতে তাদের সিরিয়াল সম্প্রচার হয় এমনই একটা সময়ে যখন মানুষজন অফিসে কিংবা অন্য কাজে ব্যস্ত থাকেন। তাই অনেকের পক্ষেই এই সিরিয়াল টিভিতে দেখা সম্ভব হয় না। তাই অভিনেতা মনে করেন তাদের সিরিয়াল বেশিরভাগ মানুষই দেখেন ওটিটি প্ল্যাটফর্মে।
তাই তার ঝলক ঝলক টিআরপি লিস্টে দেখা না গেলেও স্পষ্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে জানা এবার সময় পাল্টাচ্ছে সিরিয়ালের। ৮ আগস্ট থেকে এই সিরিয়ালের সম্প্রচার হবে রাত সাড়ে ১০ টা থেকে। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন নোলক অরিন্দম একে অপরকে ভালোবেসে ফেলেছে কিন্তু নোলক যেহেতু তার অরিন্দমের থেকে অনেকটাই বয়সে ছোট তাই নিজের ভালোবাসার কথা এখনো পর্যন্ত সে মুখ ফুটে জানাতে পারেনি।
কিন্তু নোলকও তেমনি উকিল বাবুকে দিয়েই সে ভালোবাসার কথা বলিয়েই ছাড়বে। তাই মাঝে মধ্যেই নানা রকম ফন্দি দিয়ে এঁটে চলেছে সে। ইতিমধ্যেই দেখা গিয়েছে উকিলবাবুর জন্য পাত্রী খুঁজতে বসেছে নোলক। ছোট্ট বৌয়ের এসব কান্ড দেখে একেবারে অবাক হয়ে উকিল বাবু।
এরই মধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রমো (New)। সেখানে দেখা যাচ্ছে রাস্তায় হঠাৎ গুন্ডারা নোলকের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তাতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর উকিলবাবু তাকে বাড়ি নিয়ে আসে। তখনই নোলোকের মাথায় একটা বুদ্ধি চলে আসে। এই অবস্থার সুযোগ নিয়ে এসে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার ভান করবে। যাতে উকিল বাবু তাকে নিজের মুখে ভালোবাসার কথা জানায়।