টেলিভিশনের পর্দায় এখন একের পর এক বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। একটা শেষ হতে না হতেই জায়গা নিচ্ছে আরো একটা নতুন সিরিয়াল। কিন্তু কিছু সিরিয়াল এমন থাকে যা শেষ হয়ে গেলেও প্রিয় চরিত্ররা থেকে যায় দর্শকদের মনেই। অন্যদিকে বহুদিন ধরে চলতে থাকা সিরিয়াল আচমকা বন্ধ হয়ে গেলে মন খারাপ হয়ে যায় সেই সিরিয়ালের কলা-কুশলীদের।
আসলে শুটিং চলাকালীন দিনের বেশিরভাগ সময়টাই একসাথে কাটান সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। তাই একসাথে থাকতে থাকতে সকলেই একসময় একটা পরিবারের মত হয়ে ওঠেন। তাই আচমকা সিরিয়াল বন্ধ হয়ে গেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক।
এবার ঠিক এমনই এক অভিজ্ঞতা হল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘গোধূলি আলাপ’-এর (Godhuli Alap) নায়িকা অর্থাৎ নোলক (Nolok) অভিনেত্রী সোমু সরকারের (Somu Sarkar)। আদতে দক্ষিণ দিনাজপুরের মেয়ে সোমুর এটাই ছিল প্রথম বাংলা সিরিয়াল (Bengali Serial)। এই এই সিরিয়ালে অরিন্দম আর নোলকের অসম বয়সে দাম্পত্য জীবনের কাহিনী দেখানোয় শুরুর আগেই বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্মাতা থেকে শুরু করে কলাকুশলী সবাইকেই।
তবে সমালোচনার মধ্যেও প্রথমদিকে কিন্তু বেশ নজর কেড়েছিল এই সিরিয়ালটি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনা চলতো পর্দার নোলক আর অরিন্দমকে নিয়ে। প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই বহুদিন পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছিলেন জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন।
কিন্তু ওই যে কথায় আছে সব শুরুর একটা শেষ থাকে। এই গোধূলি আলাপ সিরিয়ালের ক্ষেত্রেও কিন্তু এবার তেমনটাই হতে চলেছে। চলতি মাসের শেষেই অর্থাৎ আগামী ৩০ মে হবে এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। আর টিভির পর্দায় এই সিরিয়ালটিকে শেষবারের মতন দেখা যাবে আগামী মাসের চার তারিখ অর্থাৎ ৪ জুন।
সিরিয়াল শেষ হওয়ায় নিজের মনের অবস্থা জানিয়ে সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে পর্দার নোলক অভিনেত্রী বলেছেন ‘মন তো খারাপ লাগছেই। প্রথম কাজ,তাই একাত্ম হয়ে গিয়েছিলাম সকলের সঙ্গে। খারাপ লাগছে। দিনের ১৪ ঘণ্টা এখানে সকলের সঙ্গে কাটাই। মনখারাপ হবে, সেটাই স্বাভাবিক৷ তবে শেষ তো হবেই।’