• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতিদিন নিয়মিত গাঁটছড়া দেখেন রোনাল্ড, গৌরবের খুব ফ্যান! অনিন্দ্যকে ভিডিওকলে জানালেন নিজেই

অনিন্দ্য চ্যাটার্জি,ক্রিশ্চিয়ানো রোনাল্ড,গাঁটছড়া,রাহুল,ঋদ্ধি,খড়ি,সিরিয়াল,Ronaldo,rahul,Cristiano Ronaldo,Gnatchora,anindya Chatterjee

দেখতে দেখতে বাঙালি দর্শকদের কাছে সবচাইতে জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে ‘গাঁটছড়া’ (Gatchora)। টিআরপি তালিকায় সেরার মুকুট নিজের দখলেই রেখে তাক লাগিয়ে দিয়েছেন এই সিরিয়ালের খড়ি চরিত্রের অভিনেত্রী সোলাঙ্কি রায়। এই দাপুটে অভিনেত্রীর তুখোড় অভিনয় আর সিরিয়ালের জমা জমাট পর্ব এই দুইয়ের কাছে শেষমেশ হার মেনেছে ‘মিঠাই ম্যাজিক’ও।

এই সিরিয়ালে সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়নের সামনে এক ধাক্কায় শীর্ষস্থান খুইয়েছে জি বাংলার ‘মিঠাইরানি’। অন্যদিকে গাঁটছড়ার খড়ির হাত ধরেই ফের একবার টিআরপি রেটিংয়ে দারুন সাফল্য পেয়েছে গোটা চ্যানেল কর্তৃপক্ষ। সারা বাংলায় এই মুহুর্তে বিপুল জনপ্রিয় এই ধারাবাহিক।

অনিন্দ্য চ্যাটার্জি,ক্রিশ্চিয়ানো রোনাল্ড,গাঁটছড়া,রাহুল,ঋদ্ধি,খড়ি,সিরিয়াল,Ronaldo,rahul,Cristiano Ronaldo,Gnatchora,anindya Chatterjee

শুধু দেশেই বা বলছি কেন, বিদেশেও এই ধারাবাহিকের রমরমা বাজার। গাঁটছড়ার মুকুটে এবার জুড়ে গেল এক্কেবারে নয়া পালক। স্বয়ং পোর্তুগাল রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ড নাকি এই ধারাবাহিকের নিয়মিত দর্শক৷ ধারাবাহিক নিয়ে তার মুগ্ধতার কথা এদিন নিজেই ভিডিও ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অনিন্দ্য ওরফে রাহুলকে জানালেন তিনি।

অনিন্দ্য চ্যাটার্জি,ক্রিশ্চিয়ানো রোনাল্ড,গাঁটছড়া,রাহুল,ঋদ্ধি,খড়ি,সিরিয়াল,Ronaldo,rahul,Cristiano Ronaldo,Gnatchora,anindya Chatterjee

সেই ভিডিও কলের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গাঁটছড়ার রাহুল। যেখানে রোনাল্ডকে বলতে শোনা গিয়েছে তিনি নাকি ধারাবাহিক রোজ দেখেন, এমনকি ধারাবাহিকের নায়ক ঋদ্ধি ওরফে গৌরবের নাকি তিনি বিরাট ফ্যান। ভিডিও কলে রাহুল এদিন, ধারাবাহিকের অন্যান্য কুশীলব যেমন খড়ি’ শোলাঙ্কি রায়, ‘ঋদ্ধিমান’ গৌরব, জুন মালিয়াদের সাথে রোনাল্ডর কথাও বলিয়ে দিয়েছেন।

অনিন্দ্য চ্যাটার্জি,ক্রিশ্চিয়ানো রোনাল্ড,গাঁটছড়া,রাহুল,ঋদ্ধি,খড়ি,সিরিয়াল,Ronaldo,rahul,Cristiano Ronaldo,Gnatchora,anindya Chatterjee

কি বমকে গেলেন তো? বলিউডে বাংলার রমরমা তাও মানা যায়, রোনাল্ড নাকি দেখেন বাংলা সিরিয়াল বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে নিশ্চিত? আসলে এই সবটাই হল রাহুলের দুষ্টুমি। ইন্সটাগ্রামের একটি ফিল্টার ব্যবহার করে তিনি রোনাল্ডকে নিয়ে ভিডিও বানিয়েছেন, ঠিক যেমনটা করেছিলেন রালিয়ার বিয়েতে। তার এই মিষ্টি মজা বেশ উপভোগ করেছেন নেটিজেনরা, আর ভিডিও – ও হয়েছে ভাইরাল।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥