প্রযুক্তির যুগে স্মার্ট ফোন থেকে শুরু করে কম্পিউটার সবেতেই আধিপত্য রয়েছে Google এর। এন্ড্রোয়েড ফোনের ক্ষেত্রে ফোনের ফিচার গুলি উপভোগ করতে গেলে আপনার গুগলে একাউন্ট থাকা বাধ্যতামূলক। কিন্তু বছরে শেষের মুখেই Google একটি বড়সড় ঘোষণা করেছে। কি সেই ঘোষণা ? তবে শুনুন, Google এবার তার Google Photo এর স্টোরেজ এর জন্য টাকা নেবে ইউজারদের থেকে। হ্যা ঠিকই শুনেছেন Google Photo ব্যবহার করতে গেলে এবার থেকে খরচ করতে হবে।
এতেই শেষ নয়, Gmail ব্যবহারকারীদের জন্য ও রয়েছে ঘোষণা। আগামী বছর অর্থাৎ ২০২১ এর জুন মাস থেকে বন্ধ করে দেওয়া হবে একাধিক গুগল একাউন্ট। অর্থাৎ Gmail এ আইডি বানানো থাকলে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। আসলে ব্যাপারটা হল এরকম, সারা বিশ্বে প্রচুর পরিমানে জিমেল একাউন্ট রয়েছে। যাদের মধ্যে অনেক একাউন্টই খুব কম ব্যবহার হয়। কিছু একাউন্ট আবার নিষ্ক্রিয় ভাবেই রয়েছে বছরের পর বছর। এই সমস্ত ব্যাপার খতিয়ে দেখে গুগল তার নীতিতে কিছু পরিবর্তন আনতে চলেছে।
নতুন নীতির জেরে আগামী বছরের জুন মাসে বন্ধ করে দেওয়া হবে নিষ্ক্রিয় এই একাউন্টগুলি। তবে, আপনার বিশেষ চিন্তার কোনো কারণ নেই। কারণ যে সমস্ত একাউন্ট গুলি ২ বছর বা তার চেয়েও বেশি সময় ধরে ব্যবহার হয়নি বা হয়তো তাদের স্টোরেজ লিমিট শেষ সেই একাউন্টগুলিই বাতিল করা হবে। একাউন্ট বাতিলের সাথে একাউন্টে থাকা সমস্ত ফাইল, ফটো ও ডেটা ডিলিট হয়ে যাবে।যদিও নিষ্ক্রিয় একাউন্টগুলির সাথে ট্রাস্টেড কন্টাক্ট যুক্ত থাকলে সেই একাউন্টে ডিলিট হয়ে যাওয়া একাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে গুগল এর তরফে।
তাই আপনিও যদি গুগল একাউন্টটি ব্যবহার করতে চান তাহলে তা আজই ব্যবহার করতে শুরু করুন। ফোন থেকে শুরু করে ডেস্কটপ বা ল্যাপটপে Gmail, Google Photos, Google Drive ইত্যাদি পরিষেবা ব্যবহার করতে থাকুন। প্রয়োজনে গুরুত্বপূর্ণ নয় এমন তথ্য বা ফাইল ডিলিট করে ফেলুন যাতে স্টোরেজ ফাঁকা থাকে।