• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিক্ষার হারে পিছিয়ে কলকাতা, পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি জানেন?

GK Quiz Most Educated District of West Bengal : শিক্ষা (Education) প্রতিটা ভারতবাসীর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। রাজ্য সরকার এই মৌলিক অধিকারকে মানুষের কাছে পৌঁছে দিতে বহু সরকারি স্কুল কলেজ স্থাপন করেছে। কিন্তু সর্বত্র শিক্ষার হার (Education Rate) সমান নয়! কোথাও কম তো কোথাও বেশি। আপাতদৃষ্টিতে পশ্চিমবঙ্গের কলকাতাকে সবচেয়ে শিক্ষিত মনে হলেও বাস্তবটা কিন্তু অন্য! হ্যাঁ শিক্ষার হারে কলকাতাকেও টেক্কা দিয়েছে পশ্চিমবঙ্গের আরেক জেলা।

আজ সাধারণ জ্ঞানের (General Knowledge) কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যেখানে রাজ্যের সবচাইতে শিক্ষিত জেলার কথাও জানাবো আপনাদের। আসলে সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের তো বটেই সাধারণ মানুষের জেনে রাখা উচিত। তাহলে চলুন দেখে জেওয়া যাক সরকারি চাকরির পরীক্ষায় আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের সম্ভাব্য উত্তর।

   

Dr Susobhon Chattopadhyay getting Padmashree from President of India

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন ডাক্তার মাত্র এক টাকায় রোগী দেখার জন্য পদশ্রী পুরস্কার পেয়েছেন?
উত্তরঃ বোলপুরের ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন হাসপাতালে শুধুমাত্র বিদেশীদের চিকিৎসা করা হতো?
উত্তরঃ পিজি হাসপাতাল। ১৭০৭ থেকে ১৭৭০ সাল পর্যন্ত এই হাসপাতালে শুধু মাত্র বিদেশিদের চিকিৎসা করা হত। এরপর ১৮৭৩ সালে মাইকেল মধুসূদন দত্ত প্রথমবার ভারতীয় হিসাবে ভর্তি হন। পরবর্তীকালে ১৯৫৪ এ পিজি হাসপাতালের নাম বদলে দেওয়া হয়। যা বর্তমানে শেঠ সুখলাল কর্ণনী মেমোরিয়াল (SSKM) নামে পরিচিত।

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটিকে মৌসুমী রাজ্য বলা হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গকে মৌসুমী রাজ্য বলা হয়।

প্রশ্নঃ কোন জেলাকে পশ্চিমবঙ্গের খরার জেলা বলে?
উত্তরঃ পুরুলিয়া জেলাকে।

প্রশ্নঃ ভারতের মধ্যে সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কোথায়?
উত্তরঃ সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান গোটা ভারতে দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে উত্তর প্রদেশ।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ বিশ্বভারতী।

প্রশ্নঃ এশিয়ার রোম বলা হয় কোন শহরকে?
উত্তরঃ দিল্লি শহরকে।

প্রশ্নঃ বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে?
উত্তরঃ নবদ্বীপ।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন গ্রামকে ‘গ্রামরত্ন’ বলা হয়?
উত্তরঃ নদীয়া জেলার ফুলিয়াকে।

প্রশ্নঃ মন্দিরের নগর কোন শহরকে বলা হয়?
উত্তরঃ বারাণসী শহরকে।

প্রশ্নঃ ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে?
উত্তরঃ বেঙ্গালুরু।

প্রশ্নঃ কোন পর্বতকে নীল পর্বত বলা হয়?
উত্তরঃ নীলগিরি পর্বতকে নীল পর্বত বলা হয়।

Siliguri Town Railway Station SGUT

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত রেল স্টেশনের নাম কি?
উত্তরঃ শিলিগুড়ি টাউন। এটি পশ্চিমবঙ্গে প্রথম হলেও দেশের তৃতীয় সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত রেল স্টেশন।

প্রশ্নঃ হাওড়া কালকা মেল এর নাম পরিবর্তন হওয়ার পর কি রাখা হয়েছে?
উত্তরঃ হাওড়া কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস রাখা হয়েছে।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি?
উত্তরঃ পূর্ব মেদিনীপুর। (২০১১ সালের গণনা অনুযায়ী কলকাতায় শতকরা ৮৭.১৪% মানুষ শিক্ষিত, সেখানে পূর্ব মেদিনীপুরে শতকরা ৮৭.৬৬% মানুষ শিক্ষিত)

site