• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের জন্য ছটফট করছে এই গ্রামের সুন্দরী মেয়েরা! পাত্রের অভাবে হচ্ছে না বিয়ে

বিয়ে (Marriage) মানেই খুশির উৎসব। বাড়ির ছেলে মেয়েরা বিয়ের যোগ্য হলেই তার জন্য পাত্র পাত্রীর খোঁজ শুরু হয়। আর যথোপযুক্ত পাত্র পাত্রীর খোঁজ পেলেই বেজে ওঠে বিয়ের সানাই। কিন্তু অনেক সময় ভালো মেয়ে পাওয়া যায়না তো কখনো আবার ভালো ছেলে পাওয়া যায় না বিয়ের জন্য।

বিয়ের পাত্র খুঁজছে এই মেয়েরা Girls searching for men for marrige

   

কিন্তু, জানেন কি এমন একটা গোটা গ্রাম আছে যেখানে সুন্দরী মেয়েরা বিয়ের জন্য কোনো ছেলেই পাচ্ছে না। ঠিকই শুনেছেন, গ্রামে অবিবাহিত রয়েছে সুন্দরী মেয়েরা। আর তাদের বিয়ের জন্য পাওয়া যাচ্ছে না ছেলে, তাই বিয়ের করার জন্য  ছেলেদের আমন্ত্রণ জানাচ্ছেন এই গ্রামের মেয়েরা।

বিয়ের পাত্র খুঁজছে এই মেয়েরা Girls searching for men for marrige

নোওয়া ডে করডেরিয়ো নামের একটি গ্রামে এই সুন্দরী মহিলাদের বাস। সেখানকার সুন্দরী মেয়েদের মত দুদিকে পাহাড় দিয়ে ঘেরা গ্রামটিও বেশ সুন্দর। এই গ্রামের প্রায় ৩০০ এরও বেশি মহিলারা স্বামীর খোঁজ করছেন। তবে, এই মহিলাদের স্বামী  হতে গেলে রয়েছে একটি বিশেষ শর্ত। আর শর্ট হল এই যে, বিয়ের পরে তাকে মেয়েটির সাথে ওই গ্রামেই থাকতে হবে। আর এই একটি শর্তে রাজি থাকলেই বিয়ে করতে পারেন গ্রামের সুন্দরী রমনীদের।

বিয়ের পাত্র খুঁজছে এই মেয়েরা Girls searching for men for marriage

নোওয়া ডে করডেরিয়ো (Noiva do Cordeiro) গ্রামটি ব্রাজিলে (Brazil) অবস্থিত। যেমনটা জানা যায় এই গ্রামে প্রায় ৬০০ এর কাছাকাছি মহিলারা বসবাস করেন। যাদের মধ্যে ৫০শতাংশই ১৮ থেকে ৩০ বছরের কুমারী মেয়ে। এই গ্রামে কিছু মহিলা বাদে বাকি সকলেই অবিবাহিত। আর বিয়ের জন্য উদগ্রীব হয়ে আছেন এই গ্রামের মহিলারা। তবে, বিয়ের  জন্য কিন্তু কেউ গ্রাম ছেড়ে চলে যাননি।

বিয়ের পাত্র খুঁজছে এই মেয়েরা Girls searching for men for marrige

তাদের একটাই প্রতিজ্ঞা যে তারা গ্রাম ছেড়ে কখনোই যেতে চান না। তাই আপনার যদি এই সুন্দর গ্রামে সুন্দরী বউ এর সাথে থাকতে কোনো আপত্তি না থাকে তাহলে আপনিও প্রতাব নিয়ে যেতেই পারেন। আশা করি আপনাকেই খালি হাতে ফিরতে হবে না।

site