• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়ে মানেই হাজারো বারণ! এই ৫ সিনেমা নারীদের নিয়ে সমাজের সমস্ত ধারণা ভেঙে দিয়েছে

আমাদের সমাজে মেয়ে হয়ে জন্মানো মানেই বড় হওয়ার সাথে সাথে তাকে সমাজ ঠিক করে দেয় সে কী খাবে, কোথায় যাবে, কী পরবে, কার সাথে মিশবে৷ প্রচলিত ধারণা অনুযায়ী, মেয়েদের জোরে কথা বলতে নেই, চেঁচাতে নেই, লাফালাফি করতে নেই, জোরে হাঁটতে নেই। এমন নানাবিধ ‘না’ কে মেনেই চলতে হয় মেয়েদের।

কিন্তু যতবারই এমন বজ্র আঁটুনি তে বেঁধে ফেলা হয়েছে মেয়েদের। ততবারই তারা প্রতিবাদ করেছে, প্রমাণ করে দেখিয়ে দিয়েছে একটা ছেলের থেকে কোনোও অংশেই তারা কম নয়। বলিউডেও সাম্প্রতিককালে এমন অনেক সিনেমা মুক্তি পাচ্ছে যা নারীকেন্দ্রিক। মহিলাদের নিয়ে সমাজে প্রচলিত স্টিরিওটাইপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এই ৫ ছবি।

   

রশ্মি রকেট (Rashmi Rocket) :

taapsee pannu rashmi rocket

তাপসী পান্নু অভিনীত রশ্মি রকেট হল একটি স্পোর্টস ড্রামা ফিল্ম যা এমন একজন মহিলার জীবনের উপর ভিত্তি করে নির্মিত যিনি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তার অধিকারের জন্য লড়াই করেছিলেন। ভারতের এই মহিলা দৌড়বিদকে নিয়েই তৈরি তাপসী পান্নুর এই ছবি।

গুঞ্জন সাক্সেনা (Gunjan saxena) :

নারী কেন্দ্রিক বলিউড ছনি,নারী,সাইনা,শেরনি,গুঞ্জন স্যাক্সেনা,রশ্মি রকেট,Womens empowerment,women,saina,gunjan saxena

গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল হল জাহ্নবী কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অঙ্গদ বেদী অভিনীত একটি জীবনীমূলক চলচ্চিত্র। গুঞ্জন সাক্সেনা ছিলেন প্রথম মহিলা বিমান বাহিনীর পাইলটদের একজন।

শেরনি (Sherni) :

নারী কেন্দ্রিক বলিউড ছনি,নারী,সাইনা,শেরনি,গুঞ্জন স্যাক্সেনা,রশ্মি রকেট,Womens empowerment,women,saina,gunjan saxena

শেরনি একটি থ্রিলার ধাঁচের চলচ্চিত্র যা ২০২১ সালে মুক্তি পায় । বিদ্যা বালানের একজন নিবেদিতপ্রাণ বন কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন।

সাইনা (Saina) :

নারী কেন্দ্রিক বলিউড ছনি,নারী,সাইনা,শেরনি,গুঞ্জন স্যাক্সেনা,রশ্মি রকেট,Womens empowerment,women,saina,gunjan saxena

সাইনা একটি জীবনীভিত্তিক স্পোর্টস ড্রামা ফিল্ম। ছবিটিতে ভারতের তারকা খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবন চিত্রিত করা হয়েছে। মুখ্য ভূমিকায় রয়েছেন পরিণীতি চোপড়া।

site