আজকাল প্রেম তো প্রায় প্রত্যেকেই করে। অনেক ক্ষেত্রে প্রেম করলেও মধুর মিলনে আসে নানানরকম বাধা বিপত্তি। অনেক সময় বাড়ির লোক তো অনেক সময় অন্যান্য কারণে ভেঙে যায় প্রেমের সম্পর্ক। যার জেরে অনেক সময় শিরোনামে আসে কিছু পাগল প্রেমিকের আজব সমস্ত কীর্তিকলাপ। কেউ ধর্নায় বসে তো কেউ নিজের প্রায় দিতে পর্যন্ত রাজি হয়ে যায়।
এবার এমনি এক ঘটনার সাক্ষী থাকল ইন্দোরের পরদেশাপুরা (Indore, Pardeshpura )এলাকায় লোকেরা। একেবারে শোলে ছবির দৃশ্যর যেন পুনরাবৃত্তি। শোলে (Shole) ছবিতে বাসন্তীর জন্য জয় জলের ট্যাঙ্কে উঠে ঝাঁপ দিতে চেয়েছিলেন। কারণ বাসন্তীর ঠাকুমা তাদের বিয়েতে রাজি নয়, যদি তাই হয়ে সে ঝাঁপ দেবে জলের ট্যাঙ্ক থেকে। পুরোটা না হলেও অনেকটা সেরকমই কান্ড ঘটেছে এদিন পরদেশাপুরা এলাকায়। কিন্তু এবারে প্রেমিক নয় উল্টে প্রেমিকা নিজের জীবন শেষ করার হুমকি দিয়েছে প্রেমিককে না পেলে।
আসলে পরদেশাপুরা এলাকায় একটি ৩০ ফুট উঁচু বিল বোর্ডে উঠে পরে এক নাবালিকা। সেখানে উঠে সে প্রেমিককে ফোন করে জানায় প্রেমিক যদি বিয়ে না করে বা বিয়েতে রাজি না হয় তাহলে ঝাঁপ দেবে সে। কিশোরীর এই কান্ড দেখে হতবাক লোকজন। বিলবোর্ডের নিচে ভিড় জমে যায়। অনেকেই মেয়েটিকে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু সে মোটেও তাতে মানার মেয়ে নয়। তখন পুলিশকেই মাঠে নামতে হয়। শেষমেশ পুলিশের বোঝানোতে নিচে নেমে আসে ওই নাবালিকা কিশোরী।
যেমনটা জানা যাচ্ছে খোদ পুলিশই কথা দিয়েছে তার সাথে তার প্রেমিকের বিয়ে দেবার। কিন্তু এখানেই শেষ নয় ঘটনা, মেয়েটি নাবালিকা তবে প্রেমিক সাবালক। কিন্তু এখুনি বিয়েতে মোটেও রাজি নয় প্রেমিক।তার ওপর মেয়েটির মা মেয়ের বিয়ে তার প্রেমিকের সাথে দিতে রাজি নয়। সেখানেই ঝামেলার শুরু, এবার কি হয় সেটাই দেখার।