• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শরীর তো নয় যেন যৌবনের আগ্নেয়গিরি! বাঙালি যুবতীর নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল নেটপাড়ায়

Viral Video: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় নানান রকমের ভিডিও। এই সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও  গুলি মধ্যে থাকে হাসি মজার থেকে শুরু করে প্রতিভা প্রকাশের ভিডিও। যা দেখতে দেখতে অনেকটা সময়  কাটানো যায়। আর আজকাল তো আট থেকে  আশি সকলেই সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে।

প্রসঙ্গত, করোনার (Corona Virus) মহামারীর জেরে মানুষ আগের থেকে অনেকটাই বেশি ঘরমুখী হয়ে গিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে, মানুষ যোগাযোগ রক্ষার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকেই। ভার্চুয়াল জগতেই এখন সবচেয়ে বেশি ভীড় জমান তারা।

   

আর সোশ্যাল মিডিয়ায় ঠিক তেমনই রোজই ভাইরাল (Viral) হতে থাকে কত শত ভিডিও (video)। একেকটা ভিডিও দেখলে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেকটা ভিডিও নিমেষে মন জিতে নেয় নেটিজেনদের। এই যেমন কোনো পুচকে মেয়ের কিউট নাচ বা পুচকে ছেলের কচি গলায় সুন্দর একটা আবৃতি। তবে, শুধু যে কচিকাঁচাদের দেখে মেলে ভাইরাল ভিডিওতে তা কিন্তু ভুল।

Girl Dancing Viral Video ভাইরাল ভিডিও

সম্প্রতি  সোশ্যাল মিডিয়াতে একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে একটি যুবতীকে দুর্দান্ত নাচতে দেখা যাচ্ছে। যুবতী তার শরীরের বিভিন্ন অঙ্গের ব্যবহার করে নিজের নাচকে আরো আকর্ষণীয় করে তুলছেন। আর পোশাক বলতে তার  গায়ে রয়েছেএকটি ব্লাউজ নিচের একটি ক্রপ স্কার্টের মত। যার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে উরু। আর এই স্বল্প পোশাকে দুর্দান্ত সমস্ত অঙ্গভঙ্গি করে যুবতী  নাচছে। তার এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলে তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে।

site