রোজই সোশ্যাল মিডিয়ায় কত ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে কিছু যেমন হয় খুবই মজার, কিছু আবার শিখিয়ে দিয়ে যায় অনেককিছু। সম্প্রতি নেট দুনিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে কার্যত তাজ্জব বনে যাবেন আপনিও। সন্তানের জন্য মা যে সবকিছুই করতে পারে তারই নজির এই ভিডিও। নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে চিতার কবল থেকে বাঁচাতে মরিয়া মা জিরাফ।
৩৩-সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় একটি মা জিরাফ তার সন্তানের সাথে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎই বেশ কয়েকটি চিতা তাদের চারপাশে ঘিরে ফেলে। মুহূর্তে, এক সেকেন্ডের জন্যও ভয় না পেয়ে চিতাগুলিকে ভয় দেখাতে এগিয়ে যায় মা জিরাফ। সন্তানের গায়ে একফোঁটাও আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি সে৷ দেখুন ভিডিও
I wonder from where a mother gets such courage ????
Here it protects its calf successfully against a coalition of Cheetahs ….
????John Temut pic.twitter.com/vEdYtxJeR3
— Susanta Nanda (@susantananda3) September 18, 2020
জনপ্রিয় বন অধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই মুহূর্তে ভাইরাল হয় এই ঘটনা। এখনো পর্যন্ত ৯০০০ নেট জনতা দেখে ফেলেছেন এই ভিডিওটি। লাইক করেছেন ১০০০। কমেন্ট বক্সে উপচে পড়েছে বিস্ময়,মা জিরাফের মমত্ববোধ ও সাহসের প্রশংসায়। দেখে নিন ভিডিও।