• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নর্দমা পরিষ্কার করতে গিয়ে মিলল মানুষের মত বিশালাকার ইঁদুর! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Updated on:

ইঁদুর তো আমরা সবাই দেখেছি। অনেকেই বাড়িতে ইঁদুরের উৎপাতে অতিষ্ট। তবে শুধু  যে বাড়িতে  এনাদের দেখা মেলে তা নয়। হাওড়া শিলদাহের মত বড় স্টেশন থেকে শুরু করে ছোট স্টেশনেও লাইনের ধরে  এনাদের দেখা মেলে।মেয়েদের তো ইঁদুর দেখলে আর রক্ষে নেই। তবে সেই ইঁদুর যদি হয় এক্কেবারে মানুষের আকারের! তেমনই একটি ভিডিও ভাইরাল হল সামাজিক মাধ্যমে।

আসলে ভিডিওটি শুরুর মেক্সিকোর। সেখানে প্রায় ৫ ফুটের একটি ইঁদুরের সন্ধান মিলেছে,তও আবার নর্দমা পরিষ্কারের সময়। বলাবাহূল্য নর্দমা থেকে তোলা মাত্রই এই বিশালাকার ইঁদুর দেখতে মানুষের ভিড় জমে যায়। সেখান থেকেই অনেকে ওই ইঁদুরের ছবি তুলে বা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। যা দ্রুত গতিতে ভাইরাল হতে থাকে।

যদিও এই ইঁদুরটির আসল সত্যি ধরা পরে তাকে স্নান করানোর পর। না না ঘাবড়ানোর কিছু  নেই ,আসলে ইঁদুরটি একটু শিল্পীর তৈরী ,শিল্পীর নাম ইভলিন লোপেজ (Evelin López)।নর্দমা থেকে তোলার পর ইঁদুরটিকে জল দিয়ে ধুতেই সামনে আসে আসল রহস্য। ইটা আদৌ আসল বা রক্তমাংসের ইঁদুর না,এটি ইঁদুরের একটি প্রতিকৃতি মাত্র। যা ওই মহিলা শিল্পী নিজেই তৈরী করেছিলেন।

https://twitter.com/kieranculkn/status/1307472602382950401

যেমনটা জানা যাচ্ছে গত বছর হ্যালুউইনে তিনি এই ইঁদুরের প্রতিকৃতি বানিয়ে ছিলেন। যা হ্যালুউইন মিতে যাবার পর আশেপাশের একটি ড্রেনে ফেলা হয়। সেই ইঁদুরটিই উদ্ধার করা হয়েছে। আসলে শিল্পীর কাজ বেশ নিখুঁত, যার ফলে লোকে  এটিকে আসল ইঁদুর ভেবেছেন।

শিল্পীর মতে তিনি চাননা তার এই শিল্পকর্ম নষ্ট হোক। ঝড়ে নাকি তার ইঁদুরটি উড়ে যায়। এরপরেই ইঁদুরটির স্থান হয়  ড্রেনে। বহুলোকে শিল্পীর এই শিল্পকে সংরক্ষণের দাবি জানিয়েছেন। আর  এই  ইঁদুর শিল্পের জেরে ৫ ফুটের ইঁদুর এখন নেটদুনিয়ার সেলিব্রিটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥