• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুতেই শেষ শ্রীময়ীর কেরিয়ার! ইন্দ্রানী হালদারের বদলে ঘরে ঘরে আসবেন ‘লক্ষী কাকিমা’ অপরাজিতা

Published on:

Ghore Ghore Zee Bangla anchor changed from Indrani Halder to Aparajita Adhya

সিরিয়ালের পোকা দর্শকদের চাহিদার কথা ভেবেই এখন টিভির পর্দায় বাংলা সিরিয়ালের মেলা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই এখন টেলিভিশনের পর্দায় হাজির হয় এক ঝাঁক নতুন সিরিয়াল। কিন্তু রোজ টিভির পর্দায়  একঘেয়ে সিরিয়াল দেখতে ভালো লাগে না সবসময়। তাই দর্শকদের স্বাদ বাদলের জন্য এখনকার দিনে সিরিয়ালের পাশাপাশি চাহিদা বাড়ছে বিভিন্ন ধরনের নন ফিকশন শো (Non Fiction Show)-গুলিরও।

আশা করি ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন নতুন বছরের সাথেই আগামী ২-রা জানুয়ারি থেকে জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন নন ফিকশন-শো ‘ঘরে ঘরে জী বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। নতুন এই শো-কে জায়গা দিতে শেষ হয়ে যাচ্ছে দীর্ঘ ১৭ বছরের পুরনো কুকারি শো ‘জি বাংলার রান্নাঘর’। কাজেই বোঝা যাচ্ছে বাংলা সিরিয়ালের মতোই দিনে দিনে চাহিদা বাড়ছে নন ফিকশন শো গুলিরও।

Indrani Haldar's new game show Ghore Ghore Zee Bangla's promo on air

এবার সুদীপা চ্যাটার্জি সঞ্চালিত এই জনপ্রিয় কুকারী শো এর জায়গা নিতে চলেছে জি বাংলার নতুন নন-ফিকশন শো ‘ঘরে ঘরে জী বাংলা’। এতদিন পর্যন্ত সকলেই জানতেন স্টার জলসার শ্রীময়ীর পর নতুন এই শো এর সঞ্চালনার (Anchoring) দায়িত্ব নিয়ে ছোটপর্দায় নতুন রূপে ফিরছেন জি বাংলার ঘরের মেয়ে তথা ‘গোয়েন্দা গিন্নি’ অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Haldar)। কিন্তু এরই মাঝে হঠাৎ করেই মন খারাপ হয়ে গেল অভিনেত্রীর ভক্তদের।

নন ফিকশন শো,Non Fiction Show,ঘরে ঘরে জী বাংলা,Ghore Ghore Zee Bangla,ইন্দ্রানী হালদার (Indrani Haldar,নতুন প্রোমো,New Promo,অপরাজিতা আঢ্য,Aparajita Adhya,সঞ্চালক,Anchour

কারণ আজ সন্ধ্যাতেই হঠাৎ করে প্রকাশ্যে আনা হয়েছে ‘ঘরে ঘরে জী বাংলা’-র একটি নতুন প্রোমো (New Promo)। সেই প্রোমো দেখেই মাথায় হাত ইন্দ্রানী হালদারের ভক্তদের। কারণ প্রকাশ্যে আসা এদিনের ভিডিওতে দেখা যাচ্ছে  সঞ্চালনার দায়িত্বে ইন্দ্রানী হালদার নয় বরং হাজির হয়েছেন ছোট পর্দার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

কিন্তু হঠাৎ কি হল যে অনুষ্ঠান শুরুর মাত্র কদিন আগেই বদলে গেলেন সঞ্চালিকা? একথা ভেবে-ভেবেই কূলকিনারা পাচ্ছেন না দর্শকরা। কিন্তু না চিন্তার কিছুই নেই, আসলে জানা যাচ্ছে অর্থাৎ ইন্দ্রাণী হালদার ছাড়াও এই গেম শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। প্রসঙ্গত জল্পনায় শীলমোহর দিয়ে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে অপরাজিতা আঢ্যের সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। কাজেই বোঝাই যাচ্ছে সিরিয়াল শেষ হলেও দর্শকদের জন্য নতুন ফিরছেন দর্শকদের প্রিয় লক্ষ্মী কাকিমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥