• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুলের সমস্যায় জেরবার? সপ্তাহে একবার ঠাকুমাদের বলা এই কাজ করলেই উধাও হবে খুশকি, রইল পদ্ধতি

সুন্দর ঘন চুল কে না চায়! নারী হোক বা পুরুষ সকলেই চান যে তাদের একমাথা ঘন কালো চুল থাকবে। কিন্তু দিনে দিনে দূষণ আর আরো নানান সমস্যার কারণে পুরুষ থেকে শুরু করে মহিলা প্রায় সকলেই চুলের নানান সমস্যায় (Hair Problems) ভুগছেন। অকালে চুল পেকে যাওয়ার, চুল পড়ে যাওয়া থেকে শুরু করে অতিরিক্ত খুশকি (Dandruff) এর মত সমস্যায় ভোগেন। আসুন আজ দেখে নেওয়া যাক চুলের খুশকি দূর করার উপায়গুলি।

খুশকি কম বেশি সকলের মাথাতেই হয়ে থাকে। খুশকি হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছুই নয়। তবে খুশকির পরিমাণ যখন অত্যাধিক পরিমাণ বেড়ে যায় তখনি তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আজ আপনাদের বংট্রেন্ডে ঠাকুমা দিদিমাদের সেই টোটকাগুলি সন্মন্ধে জানাবো। যার সাহায্যে খুব সহজেই চুলের খুশকির হাত থেকে নিস্তার পেতে পারেন।

   

Hair Care,Get rid of Dandruff Problems,Garlic Oil,Hair Care tips,Dandruff Problems,রসুনের হেয়ার মাস্ক,খুশকি থেকে মুক্তির উপায়,খুশকির সমস্যা,চুলের যত্ন,হেয়ার মাস্ক,Garlic For Dandruff,Hair Mask,Hair Masks For Dandruff

১. রসুন তেল (Garlic Oil) : চুলের যত্নের জন্য রসুন তেল অনেকভাবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু কি এই রসুন তেল? কিভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় রসুন তেল? এর উত্তর হল ৫-১০ কোয়া রসুন নিয়ে সেগুলোকে ভালো করে পিষে নিতে হবে। এরপর ৫০০ ml মত নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে তাতে রসুন থেঁতো দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। তাহলেই তৈরী হয়ে যাবে রসুনের তেল।

Garlic Oil

২. রসুন আর নারকেল তেল (Garlic Oil & Coconut Oil) : রান্নার জন্য ব্যবহৃত হওয়া রসুন চুলের যত্নে দারুন উপকারী। দুই চামচ রসুন তেল নিয়ে তাতে চার চামচ মত নারকেল তেল ভালো করে মিক্স করে সেটাকে কিছুক্ষন গরম করে নিতে হবে। এরপর এই গরম তেল মাথায় চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করে ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে  মাসে ২-৩ বার করলেই উপহার দেখতে পাবেন।

Garlic Oil Honey Lemon for removing dandruff

৩. মধু রসুন আর লেবু (Honey Lemon Garlic Oil) : আগেই বলেছি ঘরোয়া উপায়েই চুলের সমস্যার সমাধান হবে। এরজন্য একটা পাত্রে দু চামচ রসুন তেল, এক চামচ মধু, দু চামচ মত পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আগে মাথায় ভালো করে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করে নিতে হবে। তারপর এই মিশ্রণ দিয়ে ৩০ মিনিট মত রাখতে হবে। তারপর শ্যাম্পু করে ধুয়ে নিলেই হবে।

site