পুরুষ হোক বা মহিলা সৌন্দর্যের একটা বড় অংশ নির্ভর করে চুলের ওপর। সুন্দর ঘন চুল সব মহিলারাই পেতে চান। কিন্তু হাজারো চুলের সমস্যার (Hair Problems) কারণে অনেকেই লম্বা ঘন চুল (Long and Strong Hair) করতে পারেন না। আপনিও কি তাদেরই দলে, যাঁরা চুল লম্বা হওয়া নিয়ে চিন্তিত? তাহলে আজ বংট্রেন্ডের পাতায় রইল চুল লম্বা করার জন্য একেবারে প্রাকৃতিক উপায়ে জবাফুলের হেয়ার প্যাক তৈরীর পদ্ধতি। যা ব্যবহার করলেই ফলপাবেন একেবারে হাতেনাতে।
শ্যাম্পু কন্ডিশনার অনেক কিছুই ব্যবহার করেছেন চুলের জন্য? তাতেও কোনো লাভ হয়নি! তাহলে আজ প্রাকৃতিক উপায়ে বাড়িতেই তৈরী করে নিন জবা ফুলের হেয়ার প্যাক (Hair Pack)। কি কি লাগবে কিভাবে তৈরী করবেন? সবটাই দেওয়া রইল বিস্তারিত। পুরোটা দেখে ঠিকমত ব্যবহার করতে পারলে আপনারও লম্বা চুলের আশা পূর্ণ হবে।
জবাফুল ও ডিম দিয়ে হেয়ার মাস্ক
জবাফুল যেমন চুলের জন্য বেশ উপকারী তেমনি ডিম যে চুলের জন্য উপকারী সেটা আলাদা করে বলতে লাগে না। ১টা ডিম আর জবফুল দিয়েই তৈরী করে নেওয়া যাবে এই হেয়ার মাস্ক। এর জন্য একটা পাত্রে প্রথমে জবাফুলের পেস্ট নিয়ে নিতে হবে। এরপর ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় দিয়ে দিতে হবে।
এভাবে ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট মত রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন। এতে করে চুলের মধ্যে পুষ্টি পৌঁছায় ও চুল গোড়া থেকে মজবুত হয়। আর চুল জোট হেলদি ও মজবুত হবে ততই লম্বা হবে।
জবাফুল ও টক দইয়ের হেয়ার মাস্ক
টকদই রূপচর্চার জন্য সেই আদ্যিকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। আর জবাফুল দিয়েই আজকের হেয়ার মাস্ক তৈরী করতে হবে। এই দুই উপাদান মিলে তৈরী হওয়া হেয়ার প্যাক দিয়েই চুলের দারুন যত্ন নেওয়া যেতে পারে। এর জন্য প্রথমে জবাফুলের পেস্ট তৈরী করে নিতে হবে। তারপর সেই পেস্টের মধ্যে টকদই ভালো করে মিশিয়ে নিয়ে চুলের স্ক্যাল্পে লাগাতে হবে।
এভাবে চুলের গোড়ায় হেয়ার প্যাক মাখানোর পর অন্ততপক্ষে ১-২ ঘন্টা অপেক্ষা করুন। এরপর জল দিয়ে ভালো করে চুলের গোড়া ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২বার এই পদ্ধতি ব্যবহার করলেই চুল আগের থেকে অনেক স্বাস্থ্যবান ও প্রাণবন্ত হয়ে উঠবে। আর পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন।
জবাফুল ও নারকেল দুধের হেয়ার মাস্ক
জবাফুলের সাথে নারকেল দুধের মাস্কও চুলের জন্য দারুন উপকারী। এরজন্য জবাফুল ও জবা পাতা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে পেস্ট মত করে নিতে হবে। এরপর সেই মিশ্রনের মধ্যে নারকেল দুধ, ১-২ চামচ মধু ও ১-২ চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার এই পেস্ট বা হেয়ার প্যাকটিকে ভালো করে চুলের গোড়ায় ভালো করে মাখিয়ে নিয়ে ৪৫-৬০ মিনিট অপেক্ষা করুন। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন তাহলেই হবে। এভাবে সপ্তাহে একবার করলেই চুলের পুষ্টি পৌঁছে যাবে। যা চুলকে লম্বা ও ঘন হতে সাহায্য করবে