• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সরস্বতী পুজোয় ঘুরে ঘুরে দেখবে সবাই! রইল ৩০ মিনিটে সূর্যের মত জেল্লা পাওয়ার গোপন উপায়

সুন্দর নিদাগ চেহারা (Beautyfull Skin) কে না চায়! বিশেষ করে বছরের বিশেষ দিন যেমন সরস্বতী পুজোয় মেয়েরা নিজেদের আরও বেশি সুন্দরী করে তুলতে চান। এর জন্য অনেকেই দামি ক্রিম থেকে শুরু করে আয়ুর্বেদিক প্রোডাক্ট অনেক কিছুই ব্যবহার করেন। কিন্তু বাড়িতে থাকা উপকরণের যে সৌন্দর্য পাওয়া যায় এটা অনেকেই ভুলে যান। আজ আপনাদের জন্য বংট্রেন্ডের পর্দায় হাতের কাছে থাকা উপাদান দিয়ে গোল্ডেন ফেসপ্যাক তৈরি ও ব্যবহারের পদ্ধতি (How to make golden facepack at home and use it) সম্পর্কে জানাবো।

তবে গোল্ড ফেসিয়াল প্যাক বানিয়ে ব্যবহারের আগে আরও কয়েকটি ধাপ রয়েছে। যেমন প্রথমে ত্বকের ক্লিঞ্জিং, স্ক্রাবিং আর স্টিমিং করতে হবে। চলুন প্রথমে সেগুলো জেনে নেওয়া যাক।

   

golden facepack making at home

ক্লিঞ্জিং : একটুকরো তুলো কাঁচা দুধের মধ্যে ডুবিয়ে নিয়ে সেটা দিয়ে গোটা মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর ১০ মিনিট মত ওভাবেই রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে।

স্ক্রাবিং : স্ক্রাবিং করার জন্য প্রথমে একটা পাত্রে একচামচ চিনি, এক চামচ লেবুর রস আর এক চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সেই মিশ্রণটাকে ভালো করে গোটা মুখে ম্যাসাজ করে নিতে হবে। এভাবে ৫মিনিট থাকার পর ভালো করে মুখ ধুয়ে নিন। ,

স্টিমিং : ক্লিঞ্জিং ও স্ক্রাবিং করার পর স্টিমিং করতে হবে। এর জন্য একটা পাত্রে উষ্ণ গরম জল করে নিয়ে সেটাতে একটা তোয়ালে মত ভিজিয়ে সেটা দিয়ে মুখ মুছে নিতে হবে হালকা করে। এরপর গোল্ডেন ফেসপ্যাক তৈরী করে ব্যবহার করতে হবে।

গোল্ড ফেসপ্যাক তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ

  • টক দই
  • হলুদ গুঁড়ো
  • নারকেল তেল
  • লেবুর রস
  • মধু

গোল্ড ফেসপ্যাক তৈরি ও ব্যবহারের পদ্ধতিঃ

  • গোল্ড ফেসপ্যাক তৈরির জন্য একটা পাত্রে ১ চামচ টকদই আধ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ নারকেল তেল, ১ চামচ লেবুর রস, ১ চামচ মধু নিয়ে নিতে হবে।
  • এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরী হয়ে যাবে গোল্ডেন ফেসপ্যাক।
  • এরপর এই মিশ্রণ মুখে প্যাকের মত লাগিয়ে মিনিট ৫ মত ম্যাসাজ করে নিতে হবে।
  • ফেসপ্যাক লাগানোর পর ২০-২৫ মিনিট অপেক্ষা করতে হবে।
  • ২৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন তাহলেই আপনার বাড়িতেই নামমাত্র খরচে গোল্ডেন ফেসপ্যাক করা কমপ্লিট।
site