• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রুক্ষ শুস্ক ত্বকেও ৩০ মিনিটে ফিরবে জেল্লা ! রইল ২টি দুর্দান্ত ঘরোয়া ফেসপ্যাক তৈরির পদ্ধতি

Published on:

Get Glowing Skin at home with natural ingredients

শীতকাল মানেই রুক্ষ শুষ্ক ত্বক (Dry Skin in Winter problem), এই সমস্যার সাথে প্রায় প্রত্যেকেই ভোগেন। এমনকি রুক্ষ শুষ্ক ত্বকের জেরে ত্বকের জেল্লাও উধাও হয়ে যায়। যেটা ফিরে পেতে বেশ কষ্ট করতে হয়। তবে চাইলে খুব সহজেই বাড়িতে নিজেই এই সমস্যার সমাধান করতে পারেন। বাড়িতেই স্বল্প কিছু উপাদান দিয়ে তৈরী করে নেওয়া যেতে পারে ফেসপ্যাক (facepack)।

তবে চিন্তার কিছু নেই আজ আপনাদের জন্য এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। শীতের রুক্ষ শুষ্ক ত্বকেও ফিরবে জেল্লা, তাও মাত্র ৩০ মিনিটের মধ্যেই। এর জন্য বাড়িতেই দুটি ফেসপ্যাক তৈরী করে নেওয়া যায় যেটা ম্যাজিকের মত কাজ করবে। চলুন দেখে নেওয়া যাক সেই ফেসপ্যাক ও তা তৈরীর পদ্ধতিগুলি।

Besn Facepack বেসন ফেসপ্যাক

গোলাপ জল অ্যালোভেরা জেল ও ভিটামিন ই ফেসপ্যাক : এই  ফেসপ্যাক তৈরীর জন্য প্রথমে ২-৩ চামচ বেসন সামান্য কাঁচা দুধের সাথে মিশিয়ে পেস্ট মত তৈরী করে নিতে হবে। এরপর তাতে একটা ভিটামিন ই ক্যাপসুল ও কয়েক ফোঁটা মধু, কিছুটা অ্যালোভেরা জেল ও গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে ৩০-৪৫ মিনিট রেখে দিন তাহলেই তৈরী হয়ে যাবে ফেসপ্যাক।

ত্বকের যত্ন,Skin Care,Facepack,Facepack Recipe,Homemade Facepack,Lifestyle,Health,Beauty Tips

এবার এই ফেসপ্যাক মুখে মাখার আগে ভালো করে মুখ পরিষ্কার করতে নিতে হবে। চাইলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে শুকনো করে মুছে নিন তারপর এই ফেসপ্যাক ব্যবহার করুন। ভালো করে ফেসপ্যাক ব্যবহার করার পর ৩০ মিনিট অপেক্ষা করুন ও তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

গ্লিসারিন, কাঁচা হলুদ দই দিয়ে হার্বাল ফেসপ্যাক : বিশেষ এই ফেসপ্যাক বাড়িতে তৈরী রজনী লাগবে গ্লিসারিন, কাঁচা হলুদ, মধু, দই, কলা, শসার রস। আগে শশার রস তৈরী করে সেটা কাঁচা হলুদ বাটা আর কলার পেস্টের সাথে বাকি সমস্ত উপাদান দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তাহলেই ফেসপ্যাক তৈরী হয়ে যাবে।

ত্বকের যত্ন,Skin Care,Facepack,Facepack Recipe,Homemade Facepack,Lifestyle,Health,Beauty Tips

এবার এই ফেসপ্যাক মুখে লাগিয়ে ২৫-৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। এরপর জল দিয়ে ভালো করে ফেসপ্যাক ধুয়ে নিয়ে অল্প ময়েশ্চেরাইজার ব্যবহার করতে পারেন। এভাবে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলেই হারানো জেল্লা আবারও ফায়ার আসবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥