• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরোনো ১০ টাকার নোটের বদলে পেতে পারেন নগদ ২৫ হাজার! জানুন কীভাবে

Published on:

একেকজনের একেকরকম শখ থাকে কেউ বা জমান রকমারি দেশলাই বাক্স, কেউ বা জমান ডাকটিকিট, কেউ বা জমান পুরোনো কয়েন। এবার এই সব অ্যান্টিক কয়েন বা টাকার মালিকরাই রাতারাতি হয়ে যেতে পারেন বড়লোক। পুরোনো নোট বা ধাতব কয়েন চড়া দামে বাজার থেকে কেনেন অনেকেই। এই লকডাউনের মধ্যেও অনেকেই বেচেছেন পুরোনো টাকা,অ্যান্টিক পিস।

আর আপনার কাছে যদি থাকে এই সব কয়েনের সম্ভার তবে সোনায় সোহাগা! ভারতীয় বাজারে এমন অসংখ্য ওয়েবসাইট রয়েছে যেখানে পুরোনো নোট বা কয়েন বিক্রি করা যায়। ইন্ডিয়া মার্ট, শপি ক্যুইল  সহ একাধিক ওয়েবসাইটে এইসব অ্যান্টিক জিনিস বিক্রির সুবন্দোবস্ত রয়েছে। তাই আপনার কাছে যদি থাকে ব্রিটিশ আমলের পুরোনো ১০ টাকার নোট, বর্তমান সময়ে তার মূল্য হতে পারে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা।

ইতিমধ্যেই বাজারে চলে এসেছে নতুন ১০ টাকার নোট, তাই পুরোনো নোট ধীরে ধীরে বাজার থেকে মুছে যেতেই চলেছে৷ পুরোনো নোট বা কয়েন জমাতে যারা ভালোবাসেন তারা এই সুযোগকে কাজে লাগাতে ভুলবেন না। ১০ টাকার নোট আপনি বিক্রি করতে পারেন চড়া দামে, কথাটা অবিশ্বাস্য শোনালেও ঘুরে আসতে পারেন এই সংক্রান্ত ওয়েবসাইট গুলি থেকে!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥