• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯ বছরের বড় ছেলেকে বিয়ের জন্য শুনেছিলেন খোঁটা! বিচ্ছেদের ভিড়ে আজ সুখের সংসার রীতেশ-জেনেলিয়ার

বলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত নামী এবং জনপ্রিয় জুটির মধ্যে একটি হল রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) এবং জেনেলিয়া ডি সুজার (Genelia D’Souza) জুটি। তাঁদের নানান মিষ্টি ছবি, ভিডিও প্রায়ই সামাজিক মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। তাঁদের দু’জনের রসায়ন নেটিজেনদের প্রচণ্ড পছন্দের। বিয়ের ১০ বছর পরেও কীভাবে তাঁদের বিয়ে এত সফল তা জানতে চাওয়া নিয়েও কিন্তু অনুরাগীদের আগ্রহ একেবারেই কম নয়।

৩৫ বছর বয়সি জেনেলিয়া ২০১২ সালে তাঁর  চেয়ে ৯ বছরের বড় রীতেশের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়ে রীতেশের ‘বাইকো’ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অভিনেত্রীর সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির প্রত্যেকের সম্পর্কও দারুণ। এক কথায়, দেশমুখ পরিবারের নয়নের মণি জেনেলিয়া।

   

Riteish Deshmukh and Genelia D'Souza

তবে এই জেনেলিয়াই যখন কেরিয়ারের শীর্ষে থাকাকালীন রীতেশের সঙ্গে সাত পাক ঘোরার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সময় অনেকে নাকি তাঁকে নানান ধরণের কথা বলেছিলেন। কেউ রীতেশের তাঁর থেকে ৯ বছরের বড় হওয়া নিয়ে বলেছিলেন, আবার কেউ অভিনয়কে বিদায় জানানো নিয়ে। তবে তা সত্ত্বেও, অভিনেত্রী নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন এবং রীতেশের সঙ্গে পরিণয় সূত্র বাঁধা পড়ার পর বিনোদন দুনিয়া থেকে সাময়িক অবসর গ্রহণ করেছিলেন।

Riteish Deshmukh and Genelia D'Souza

জেনেলিয়ার মতে, সুখী সংসারের সবচেয়ে জরুরী উপাদান হল, স্বামী স্ত্রীর টিউনিং। তাঁদের মধ্যে বোঝাপড়া থাকলেই অনেক অসুবিধা দূর হয়ে যায়। আর বলাই বাহুল্য, এই মন্ত্রেই সফল বি টাউনের ‘নম্বর ওয়ান’ জুটির বিয়ে।

Riteish Deshmukh and Genelia D'Souza

‘তুঝে মেরি কসম’ দিয়ে একসঙ্গে বলিউডে পা রেখেছিলেন রীতেশ-জেনেলিয়া। সেখান থেকেই শুরু প্রেমের। দীর্ঘ ১১ বছর সম্পর্কে থাকার পর সাত পাঁকে ঘোরেন দু’জনে। রীতেশ এবং জেনেলিয়া একসঙ্গে কেরিয়ারের বহু ওঠাপড়া দেখেছেন। স্ট্রাগল একসঙ্গে করেছেন, এখন সাফল্যও একসঙ্গে উপভোগ করছেন।

বলিউডের নামী অভিনেত্রী জেনেলিয়া রীতেশের সঙ্গে সাত পাক ঘোরার পর দীর্ঘ ৮ বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন। ২০২০ সালে ‘ইটস মাই লাইফ’এর মাধ্যমে ফের কামব্যাক করেছেন দুই সন্তানের জননী। এবার দেখার, দেশমুখ পরিবারের ‘নম্বর ১ বাইকো’ বলিউডে ফের তাঁর ছেড়ে দেওয়া যশ, খ্যাতি, সাফল্য পান কিনা।