• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও শুরু গাঁজাখুরি! উড়ন্ত হলুদের বাটি সোজা নায়িকার গালে, উড়িউড়ি গায়ে হলুদ দেখে শুরু ট্রোলিং

Published on:

Gaye Holud bowl flying in the sky in Tumi Je Amar Maa serial, netizens call it Uri Uri Gaye Holud

বাংলা সিরিয়ালের (Bengali serial) বিরুদ্ধে দর্শকদের একাংশের সবসময় একটি অভিযোগ শোনা যায়, তা হল গাঁজাখুরি দেখানো। চিতা থেকে উঠে আসা হোক বা গান গেয়ে নায়কের প্রাণ বাঁচানো- অতিরঞ্জিত জিনিসপত্র দেখিয়ে মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হয় ধারাবাহিকগুলি। তবে এবার একটি ধারাবাহিকে যা দেখানো হয়েছে, তা দেখে দর্শকদের চোখ রীতিমতো কপালে উঠে গিয়েছে।

সম্প্রতি একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে দেখানো হয়েছে, ‘উড়ি উড়ি গায়ে হলুদ’এর (Uri Uri Gaye Holud) দৃশ্য! না এমনটা সিরিয়ালের তরফ থেকে বলা হয়নি, বরং সম্পূর্ণ দৃশ্য দেখে এই নামকরণ করেছেন নেটিজেনরাই। গল্পের গরু গাছে নয়, এক্ষেত্রে যেভাবে হাতের গায়ে হলুদ (Gaye Holud) আকাশে উড়েছে তা দেখেই এই নাম রেখেছেন তাঁরা।

Uri Uri Gaye Holud

বাংলা ধারাবাহিকে এতদিকে নানান ধরণের বিয়ে এবং বিয়ের আচার অনুষ্ঠান দেখেছেন দর্শকরা। কোথাও দেখানো হয়েছে, উড়ন্ত মালা, সিঁদুর কিংবা গায়ে হলুদ। আবার কোথাও দেখানো হয়েছে নায়িকা নিজেই নিজেকে বিয়ে করছেন। তবে ‘উড়ি উড়ি গায়ে হলুদ’ কিন্তু এই প্রথম।

সিরিয়াল মানেই সেখানে যে একটু বেশি দেখানো হবে দর্শকরা তা জানেনই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হয় হলুদ উড়ে নায়ক কিংবা নায়িকার গায়ে লাগল। অনেক সময় আবার ছিটকে গিয়েও দেখানো হয়। কিন্তু তাই বলে আস্ত হলুদের বাটি আকাশে পাখির মতো উড়তেই থাকবে?

Uri Uri Gaye Holud

আসলে সম্প্রতি নেটদুনিয়ায় ‘তুমি যে আমার মা’ (Tumi Je Amar Maa) ধারাবাহিকের গায়ে হলুদের দৃশ্য ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নায়ক অনিরুদ্ধ এবং নায়িকা আরোহীর গায়ে হলুদ চলছে। নায়কের মাথায় একটি কলসি চাপিয়ে দিয়েছে, যাতে প্রথম স্ত্রী না দেখতে পায়।

এরপরই দেখা যায়, একটি মেয়ে এসে হলুদের বাটি নিতে যাওয়ার সময় সেটি ছিটকে আকাশে উঠে যায়। আর এরপর থেকেই রীতিমতো পাখির মতো আকাশেই উড়তে থাকে সেই বাটি। হলুদের বাটি ধরার জন্য প্রত্যেকে ছুটলেও বাটির নামার কোনও নামগন্ধ নেই। অন্তত ১.৫-২ মিনিট আকাশে ওড়ার পর সেই বাটি উল্টে অবশেষে নায়িকার গায়েই গিয়ে হলুদ লেগে যায়। আর দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং। ভিডিও দেখামাত্রই নেটিজেনরা নামকরণ করে ফেলেন ‘উড়ি উড়ি গায়ে হলুদ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥