• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নির্দোষ হয়েও জেল খেটেছে ছেলে! আরিয়ান খান মাদক মামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন মা গৌরী খান

‘কফি উইথ করণ’ (Koffee With Karan) মানেই সেখানে যে বলিউডের বিষয়ে জমজমাট নানান তথ্য জানা যাবে তা দর্শকদের এক প্রকার জানা কথা। এই শোয়ে এসে একেবারে প্রাণ খুলে কথা বলেন বলি পাড়ার নানান সেলেবরা। পাশাপাশি সম্মুখীন হতে হয় সঞ্চালক করণের নানান তীক্ষ্ণ প্রশ্নেরও। সব মিলিয়ে এই শো সবসময় দর্শকদের চর্চার কেন্দ্রে থাকে। এবার যেমন জনপ্রিয় এই শোয়ের মঞ্চেই প্রথমবার ছেলে আরিয়ান খানের (Aryan Khan) মাদক যোগ নিয়ে মুখ খুলতে চলেছেন শাহরুখ পত্নী গৌরী খান (Gauri Khan)।

চলতি মাস থেকেই শুরু হয়েছে ‘কফি উইথ করণ সিজন ৭’। এই সিজনেই অতিথি হিসেবে আসবেন গৌরী। তাঁর সঙ্গে থাকবেন ভাবনা পাণ্ডে এবং মাহিপ কাপুর। মনে করা হচ্ছে, কাছের বন্ধু করণের শোয়েই আরিয়ানের মাদক যোগ সম্বন্ধে প্রথমবার মুখ খুলতে পারেন গৌরী।

   

Gauri Khan and Aryan Khan

গৌরী, ভাবনা এবং মাহিপের সঙ্গে করণের ঘনিষ্ঠতার কথা কারোর অজানা নয়। বিশেষত শাহরুখ পত্নীর সঙ্গে তাঁর সখ্যতার কথা তো সকলেই জানেন। করণ নিজে বহুবার বলেছেন, শাহরুখকে বড় ভাই এবং গৌরীকে তিনি নিজের বড় দিদির মতো মনে করেন। তাই যদি ‘ছোট ভাই’য়ের শোয়ের মঞ্চেই ছেলে আরিয়ানের মাদক যোগ নিয়ে গৌরী মুখ খোলেন তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না।

প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার জনপ্রিয় এই টক শোয়ের একটি করে নতুন এপিসোড রিলিজ হচ্ছে। সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের এপিসোডটি। তবে দর্শকরা আপাতত গৌরীর এপিসোডটি দেখার জন্য মুখিয়ে রয়েছে। এই এপিসোডে যে বলিপাড়ার অনেক ‘সিক্রেট’ উঠে আসবে, সেই বিষয়ে তাঁরা একপ্রকার নিশ্চিত।

Gauri Khan might talk about Aryan Khan case on Koffee With Karan

‘কফি উইথ করণ সিজন ৭’এ অতিথি হিসেবে একাধিক নামী তারকাকে দেখা যাবে। সেই তালিকায় নাম রয়েছে, অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু, সারা আলি খান, বিজয় দেবরাকোন্ডা, অনন্যা পাণ্ডে, টাইগার শ্রফ-সহ বলিপাড়ার বহু নামী সেলেবের।

এখানে এসে সামান্থা যেমন করণকে প্রকাশ্যে বিয়ে ভাঙা নিয়ে দোষী সাব্যস্ত করবেন, তেমনই আবার টাইগার জানাবেন, তিনি লোকসমাজেও অন্তর্বাস পরেন না। তাই সবমিলিয়ে এই সিজন যে সুপারহিট হতে চলেছে, সেই বিষয়ে শোয়ের দর্শকরা এক প্রকার নিশ্চিত।