এখন সিরিয়াল মানেই টিআরপির লড়াই। তাই সব সিরিয়ালেই শেষ কথা বলে টিআরপি। তবে বিগত বেশ কিছুদিন ধরেই টিআরপি চার্টে পিছিয়ে পড়েছে জি বাংলার একাধিক সিরিয়াল। তাই দর্শক ফেরাতে নিত্যনতুন সিরিয়াল নিয়ে হাজির হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। এরইমধ্যে সদ্য শুরু হয়েছে জি বাংলার নতুন সিরিয়াল ‘গৌরী এল’ (Gauri Elo)। সিরিয়ালে গ্রামের এক কিশোরী মেয়ে গৌরী (Gouri) মা কালির ভক্ত।
সেই এই সিরিয়ালের নায়িকা। তাই তার নামেই হয়েছে সিরিয়ালের নামকরণ। অন্যদিকে সিরিয়ালের নায়কের নাম ইশান ঘোষাল (Ishaan Ghoshal)। পেশায় ডাক্তার হওয়ায় বাড়ি থেকে দূরে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা করতে এসেছেন তিনি। সিরিয়ালের কাহিনী অনুযায়ী এই সিরিয়ালের নায়ক নায়িকা দুজনেই হর পার্বতীর অংশ। তাই নাকি স্বয়ং মাকালীর ইচ্ছাতেই তাদের দুজনের মিলন হবে। তবে তাঁর মাঝে থাকবে হাজারো বাঁধা।
কিন্তু আজকাল তো আর কোনো সিরিয়ালেই সাধারণ কোনো বিয়ে দেখানো হয় না। কখনও উড়ন্ত সিঁদুর, কখনও উড়ন্ত মালা আবার কখনও উড়ন্ত হলুদেই একাধিক বিয়ে হয়ে যেতে দেখা যায়। এই গৌরি এল সিরিয়ালেও তার ব্যাতিক্রম হল না। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে গ্রামের ভিটে মাটি বাঁচাতে গ্রামের মোড়লের ঠিক করা পাত্রের সাথে বিয়ে ঠিক করা হয়েছে গৌরির।
সেই খবর ইশান ডাক্তারের কানে পৌঁছাতেই গৌরিকে বাঁচাতে চলে আসে সে। কিন্তু বাড়িতে বয়স্ক দাদু, মা বাবা, সবার কথা ভেবে বাধ্য হয়েই বিয়ের পিঁড়িতে বসে যায় গৌরি। অন্যদিকে ডাক্তার বাবুকে একেবারে প্রাণে মেরে ফেলার জন্য তার ডাক্তার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ছক কষেছে গ্রামের মোড়ল হারাধন সাঁপুই। কিন্তু বিয়ের মন্ডপে বসেই মা কালির ডাক শুনে পায় গৌরি।
তাই সিরিয়ালের একটি নতুন প্রোমোতে দেখা গিয়েছে বিয়ের মন্ডপ ছেড়ে ডাক্তার বাবুকে বাঁচাতে ছুটছে গৌরি। আগুনের মশাল হাতে তাদের ঘিরে ধরেছে গ্রামের লোক। তখনই চিৎকার ডাক্তার বাবু জানিয়ে দেন গৌরির দিকে কেউ যেন এক পাও না বাড়ায়। এরপরই দেখা যায় সামনেই থাকা ঘোমটা কালীর পায়ের তলা থেকে এক খাবলা সিঁদুর নিয়ে গৌরি সিঁথিতে পরিয়ে তাকে নিজের স্ত্রী বলে পরিচয় দেয় ইশান ডাক্তার।