• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা কালির পুজোয় পাঁঠাবলি! শৈল মায়ের মধ্যযুগীয় প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াল গৌরী

Published on:

গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,শৈল মা,Shailo Maa,পাঁঠা বলি,Pantha Bali

দিনে দিনে সিরিয়াল আর বিনোদন কথাটা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। দিনে দিনে দর্শকমহলে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখা এখনকারদিনে সিরিয়ালের পোকা  দর্শকদের রোজকারের অভ্যাস। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আজকাল বিনোদনমূলক চ্যানেলগুলোতেও আনা হচ্ছে নিত্যনতুন সিরিয়াল।

আর ঠাকুর দেবতা নিয়ে তৈরি সিরিয়াল হলে তো কথাই নেই। এই কারণেই দিনে দিনে দর্শকমহলে বাড়ছে ধর্মীয় বিষয়কেন্দ্রিক সিরিয়ালের চাহিদা। বর্তমানে দর্শকমহলে দারুণ জনপ্রিয় এমন একটি সিরিয়াল হল জি বাংলার ‘গৌরী এলো’ (Gouri Elo)। স্বর্ণেন্দু সমাদ্দার প্রযোজিত এই সিরিয়ালের মধ্য দিয়ে ধর্ম এবং বিজ্ঞানের সুন্দর মিশেল ঘটেছে।

গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,শৈল মা,Shailo Maa,পাঁঠা বলি,Pantha Bali

ধারাবাহিকে পেশায় ডাক্তার ইশান (Ishan) ঘোষালের চরিত্রে অভিনয় করছেন দূর্গা দূর্গেশ্বরী খ্যাত বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় আর নায়িকা গৌরীর (Gouri) চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maity)। এছাড়া খলনায়িকা শৈল মায়ের (Shailo Maa) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী চন্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh)।
গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,শৈল মা,Shailo Maa,পাঁঠা বলি,Pantha Bali
এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন এই সিরিয়ালের নায়ক-নায়িকা দুজনেই হর গৌরীর আশীর্বাদধন্য। তাই ইতিমধ্যেই দর্শকরাও চুটিয়ে উপভোগ করেন মানুষ রূপী এই শিব পার্বতীর জুটির খুনসুটি, হাসি, মজা,ভালোবাসা মেশানো মিষ্টি প্রেমের গল্প। তাদের জীবনে প্রতিমুহূর্তে কোনো না কোনোভাবে অশান্তি সৃষ্টি করে চলেছে শৈলমা।
গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,শৈল মা,Shailo Maa,পাঁঠা বলি,Pantha Bali
সারাক্ষণ কুসংস্কারে আচ্ছন্ন এই শৈলোমা নিজেকে মা কালীর বর-পুত্রী ভাবে। প্রায়ই সে একের পর এক অত্যাচার করে চলে বাড়ির সদস্যদের ওপর। এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি ছোট ভিডিও ক্লিপ। সেখানে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে ছাগলের ডাক শুনে চমকে ওঠে গৌরী। তখনই শৈলমা জানায় এবারের পুজোয় বাড়িতে জোড়া পাঁঠা বলি (Pantha Bali) হবে।

তখনই মধ্যযুগীয় সেই প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ায় গৌরী। কিন্তু শৈলমা নিজের দাবিতে অনড়। তার যুক্তি পাঁঠাবলি হলে বাড়িতে শান্তি ফিরবে। কিন্তু বাড়ির সবাই যখন গৌরীকে সমর্থন জানায় তখন উপায় না পেয়ে নিজের বাবার কাছে সে বিচার চায়। তখন তিনিও জানান এই ধরনের পাঁঠা বলির এখনকার দিনে কোন প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি। আর এতেই আরো রেগে যায় শৈলমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥