• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সামনেই দ্বিতীয় বিয়ে! হবু বউ দেবলীনাকে নিয়ে জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন গৌরব

দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উত্তম কুমারের (Uttam kumar) নাতি গৌরব চ্যাটার্জি (gaurab chatterjee)। টলিউডের রঙ্গবতি দেবলীনা কুমারের সঙ্গে শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। তবে করোনা পরিস্থিতিতে আত্মীয় পরিজনদের নিয়ে ছিমছাম ভাবেই বিয়ে সারবেন সেলেব দম্পতি। কিন্তু অনুষ্ঠান যেমনই হোক, বাঙালিদের বিয়ে মানেই আইবুড়ো ভাত পর্ব মাস্ট। আর বিয়ের আগে জমিয়ে এখন বিভিন্ন জায়গায় আইবুড়ো ভাত খেতেই বেজায় ব্যস্ত গৌরব দেবলীনা।

এদিন আইবুড়ো ভাত খেতে গৌরব দেবলীনার ডাক পড়ে বিখ্যাত চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বাড়িতে। হবু সেলেব দম্পতিকে আদর করে নিজের হাতে ভাত খাইয়ে দিতে দেখা যায় শিবপ্রসাদ-নন্দিতাকে। দেবলীনাকে ঘরের মেয়ে বলেও সম্বোধন করতে দেখা যায় কাউকে।

এর কিছুদিন আগেই ‘রাণি রাসমনীর’ সেটে আইবুড়ো ভাত খাওয়ানো হয় ওই ধারাবাহিকের ‘মথুর’ ওরফে গৌরব চ্যাটার্জিকে। নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে সেসব ছবি নিজেই পোস্ট করেন অভিনেতা। মহাসমারোহে সাদা ভাত, পোলাও, মাছ, মাংস, চাটনি সহ পঞ্চব্যাঞ্জনে সাজিয়ে আইবুড়ো ভাত দেওয়া হয় মাথুরকে। শোনা যাচ্ছে, আগামী ৯ ই ডিসেম্বরেই চার হাত এক হবে গৌরব দেবলীনার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥