• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠাই’এর দিন শেষ! মিঠাইরানীকে পিছনে ফেলে প্রথম স্থানে গাঁটছড়া, দেখুন চমকে দেওয়া TRP তালিকা

নতুন বছরের দ্বিতীয় মাসেই ঘটে গেল অঘটন! গতবছর শুরু হবার পর থেকে একটানা ৪৩ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান ছিল মিঠাই এর দখলে। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে দিল নতুন শুরু হওয়া ষ্টার জলসার সিরিয়াল। অবশ্য একা গাঁটছড়া নয় ষ্টার জলসার একাধিক সিরিয়াল টেক্কা দিয়েছে মিঠাই সিরিয়ালকে। নতুন এই টিআরপি তালিকা সত্যিই চমকে দিয়েছে মিঠাইপ্রেমী দর্শকদের।

Mithai,Serial TRP,Bengali Serial TRP,Gatchora,Mon Phagun,Alta Phoring,Dhulokona,মিঠাই,বাংলা সিরিয়ালের টিআরপি রিপোর্ট,সিরিয়ালের টিআরপি লিস্ট,গাঁটছড়া,ধূলোকণা,মন ফাগুন

   

বিগত কিছুদিন ধরেই মিঠাই ফ্যানেদের অভিযোগ ছিল আগের মত আর দারুন সমস্ত পর্ব দেখানো হচ্ছে না। বরং সিরিয়ালে কেমন যেন একটা জটিলতা আসছে। তাছাড়া মাঝে বাংলাদেশী ভক্তরাও বয়কটের ডাক তুলেছিল সিরিয়ালের বিরুদ্ধে। যদিও বর্তমানে সিরিয়ালের ট্র্যাক কিছুটা ঘোরানো হয়েছে। সরস্বতী পুজোর হুল্লোড় থেকে মিঠাইয়ের হাতে খড়ি দেখানো হচ্ছে। তবে এই প্রথম দর্শকদের আশাভঙ্গ হল। প্রথম স্থান থেকে সোজা পঞ্চম স্থানে নেমে এল মিঠাই।

Mithai,Serial TRP,Bengali Serial TRP,Gatchora,Mon Phagun,Alta Phoring,Dhulokona,মিঠাই,বাংলা সিরিয়ালের টিআরপি রিপোর্ট,সিরিয়ালের টিআরপি লিস্ট,গাঁটছড়া,ধূলোকণা,মন ফাগুন

সম্প্রতি নতুন টিআরপি তালিকা প্রকাশ পেয়েছে। যেখানে প্রথম স্থানে জ্বলজ্বল করছে ‘গাঁটছড়া’ সিরিয়ালের নাম। ১০.১ পয়েন্ট পেয়েছে ঋদ্ধি ও খড়ির জুটি। অন্যদিকে লালন ফুলঝুড়ির কাহিনী ‘ধূলোকণা’ ৯.৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। এরপর রয়েছে পিহু আর ঋষির ‘মন ফাগুন’ সিরিয়ালও কাঁপিয়ে দিয়েছে। ৯.৭ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে মন ফাগুন। এরপর আছে নতুন সিরিয়াল ‘আলতা ফড়িং’। আর পাঁচে ৯.২ পয়েন্টে রয়েছে, ‘মিঠাই’ সিরিয়াল। চলুন দেখে নেওয়া যাক সমস্ত TRP List :

গাঁটছড়া –  ১০.১ (প্রথম)

ধুলোকণা – ৯.৮ (দ্বিতীয়)

মন ফাগুন – ৯.৭ (তৃতীয়)

আলতা ফড়িং – ৯.৫

মিঠাই – ৯.২ (পঞ্চম)

আয় তবে সহচরী – ৯.১

খুকুমণি হোম ডেলিভারি – ৮.১

পিলু – ৭.৪

উমা – ৭.৩

গঙ্গারাম – ৭.০

প্রসঙ্গত, জনপ্রিয়তা কম বেশি হওয়ায় একাধিক সিরিয়ালের টাইম স্লট বদলেছে। অনেক সিরিয়াল বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছে। বদলে একাধিক সিরিয়েল শুরু হয়েছে। আর নতুন সিরিয়াল গুলোই এখন টিআরপির লড়াইয়ে এগিয়েই রয়েছে। সম্প্রতি জি বাংলার পর্দায় আসতে চলেছে আরও একটি নতুন সিরিয়াল ‘লক্ষী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar)’। প্রায় ৪ বছর পর এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য। আশা করা হচ্ছে এই সিরিয়াল জি বাংলার হারানো গৌরব পুনুরুদ্ধার করতে পারবে।