দীর্ঘ ৪৪ সপ্তাহ বেঙ্গল টপার থাকার পর বাংলা সিরিয়ালের জগতে ঘটে গিয়েছে অঘটন। টিআরপি লিস্টে (TRP List) প্রথমস্থান হারিয়েছে দর্শকদের প্রিয় মিঠাই সিরিয়াল (Mithai Serial)। তবে আশা ছিল আবারও প্রথমস্থানেই ফিরবে মিঠাই। কারণ সিদ্ধার্থ-মিঠাইয়ের জুটি যে ছোট থেকে এবার সকলের প্রিয়। কিন্তু না, এসপ্তাহেও হতাশ হতে হল মিঠাইভক্তদের। সেরার সেরা মুকুট এবারেও ছিনিয়ে নীল নতুন শুরু হওয়া সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gatchora)।
সম্প্রতি প্রকাশিত হয়েছে এসপ্তাহের টিআরপি তালিকা। যেখানে দেখা যাচ্ছে প্রথম বা দ্বিতীয় কোথাও নেই মিঠাই সিরিয়ালের নাম। বরং তৃতীয় স্থানে রয়েছে মিঠাই সিরিয়াল। নতুন টিআরপি লিস্টে প্রথম স্থানে ৯.৭ পয়েন্ট নিয়ে রয়েছে গাঁটছড়া। আর ঠিক তার পরেই রয়েছে ঋষি-পিহুর জুটি অর্থাৎ মন ফাগুন সিরিয়াল। গাঁটছড়ার থেকে মাত্র ০.১ পয়েন্ট কম অর্থাৎ ৯.৬ পয়েন্ট পেয়েছে মন ফাগুন।
তৃতীয় স্থানে ৯.৪ পয়েন্ট পেয়েছে মিঠাই সিরিয়াল। তবে স্বস্থির কথা একটাই সেটা হল গতবার পাঁচে নেমে গিয়েছিল মিঠাইয়ের রেটিং। সেখানেই একসপ্তাহে বেশ ভালো কামব্যাক করেছে মিঠাই। সিরিয়ালে সিদ্ধার্থ-মিঠাইয়ের হানিমুন পর্ব দেখানো হয়েছে, যেখানে পাহাড়ে চরম রোম্যান্টিক দৃশ্যে দেখা গিয়েছে দুজনকেই। তাই মিঠাইভক্তদের মতে শীঘ্রই আবারও নিজের পুরোনো স্থান অর্থ বেঙ্গল টপার হয়ে যাবে মিঠাই। চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
গাঁটছড়া – ৯.৭ (প্রথম)
মন ফাগুন – ৯.৬ (দ্বিতীয়)
মিঠাই – ৯.৪ (তৃতীয়)
আলতা ফড়িং, আয় তবে সহচরী – ৯.১
ধুলোকণা – ৮.৭
অনুরাগের ছোঁয়া – ৮.২
উমা – ৭.৪
খুকুমণি হোম ডেলিভারি, পিলু- ৭.৩
যমুনা ঢাকি- ৭.০
অপরাজিতা অপু- ৬.৬
প্রসঙ্গত, ষ্টার জলসা হোক বা জি বাংলা দুই চ্যানেলেই একাধিন নতুন সিরিয়াল শুরু হয়েছে। পুরোনো বেশ কিছু সিরিয়াল শেষ হয়ে গিয়ে নতুন সিরিয়াল শুরু হয়েছে। আলতা ফড়িং সিরিয়ালটিও বেশ ভালো রেটিং আনতে সক্ষম হয়েছে। অন্যদিকে সম্প্রতি ষ্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়াল। আর শুরুতেই ষষ্ঠ স্থানে নাম উঠে গিয়েছে সিরিয়ালের।
এছাড়াও বিখ্যাত টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালের হাত ধরে দীর্ঘ চার বছর পর ছোটপর্দায় ফিরেছেন। তবে শুরুর সপ্তাহে টিআরপি তালিকায় দেখা যায়নি তাকে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহের টিআরপি তালিকায় দেখা যাবে সিরিয়ালটিকে।