ষ্টার জলসার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম ‘গাঁটছড়া’ (Gatchora)। ইতিমধ্যেই মিঠাইকে হারিয়ে টিআরপি তালিকায় (TRP List) সেরা সিরিয়ালের তকমা জুটেছে গাঁটছড়ার। বিগত ১৩ সপ্তাহ ধরে একটানা টিআরপি লিস্টে প্রথম স্থানে রয়েছে সিরিয়াল। আর সিরিয়ালে খড়ি ছাড়াও তার বোন বনির চরিত্রটিও কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। সিরিয়ালে বনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)।
ধারাবাহিকে ভট্টাচার্য্য পরিবারের ছোট মেয়ে বনি। তবে মেয়েদের মত নয়, ছেলেদের মত পোশাক, ছোট করে কাটা চুল আর টম বই প্রকিতির স্বভাব তাঁর। এভাবেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। তবে পর্দায় টমবয় সাজলেও বাস্তবে কিন্তু বেশ রূপসী অভিনেত্রী। আর অভিনেত্রীকে তাঁর আসল রূপে অনেকেই দেখেও ফেলেছেন।
গাঁটছড়া সিরিয়াল অনুষ্কা গোস্বামীর প্রথম সিরিয়াল নয়। এর আগে আকাশ আট এর ‘দীপাবলির সাতকাহন’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে। সেখানে মুখ্য চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি। আর বর্তমানে ২১ বছর বয়স হলেও ইতিমধ্যেই নিজের দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
অভিনেত্রী রাজপুর পদ্মমণি গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছেন। সেখান থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দিয়েছেন ,এরপর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ড্রামা অ্যান্ড আর্টস নিয়ে ভর্তি হন। সেখান থেকেই অভিনয়ের যাত্রা শুরু হয়। পড়াশোনা করতে করতেই অভিনয়ের সুযোগ পান অভিনেত্রী। টমবয় চরিত্রে অভিনয় খুব একটা সোজা না হলেও নিজেকে ঠিকই মানিয়ে নিয়েছেন তিনি। আর আজ তাঁর অভিনয় প্রশংসনীয় দর্শকের কাছে।
আগেই বলেছিল টিভির পর্দায় টমবয় গোছের দেখালেও বাস্তবে কিন্তু দারুন সুন্দরী অভিনেত্রী। সেটা তাঁর সোশ্যাল মিডিয়াতে উঁকি দিলেই দেখা যায়। অভিনেত্রীর বাস্তবের ছবি দেখে অনেকেরই মাথা ঘুরে গিয়েছে রীতিমত। আর ধারাবাহিকে যেমনডাক নাম রয়েছে তেমনি বাড়িতেও ‘চিকু’ বলে ডাকে সকলে অভিনেত্রীকে।
আরও পড়ুনঃ ‘গাঁটছড়া’ সিরিয়ালের সুন্দরী রিপোর্টার শ্রুতি আসলে কে? রইল অভিনেত্রীর আসল পরিচয়
প্রসঙ্গত, গাঁটছড়া সিরিয়ালে মূলত প্রতিবাদী গোছের একটি মেয়ের চরিত্রেই অভিনয় করছেন অনুষ্কা। তবে সিরিয়ালের মূল চরিত্র খড়ির ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সোলাঙ্কি রায় ও ঋদ্ধির চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। এছাড়াও শ্রীমা ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মত তারকাদেরও দেখা যাচ্ছে এই সিরিয়ালে।