• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল জগতে তোলপাড়, হেরে গেল ‘মিঠাই’! টপে ‘আলতা ফড়িং’, গাঁটছড়া’, রইল সম্পূর্ণ TRP List

গতবছরে শুরু হবার পর থেকেই জনপ্রিয়তার শীর্যস্থানে একই রাজত্ব করেছে মিঠাই সিরিয়াল (Mithai Serial)। তবে এবার হয়তো সেই দিন দূরে নেই যেদিন হয়তো প্রথমস্থান হারাবে মিঠাই সিরিয়াল! বিগত ৪৩ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় (TRP List) প্রথম মিঠাই। কিন্তু সম্প্রতি প্রকাশিত হওয়া TRP লিস্টে রীতিমত অবিশ্বাস্য কান্ড ঘটে গিয়েছে। মিঠাইকে টেক্কা দিয়েছে নতুন আরম্ভ হওয়া সিরিয়াল, তাও আবার একটি নয় দুটি।

হ্যাঁ ঠিকই দেখেছেন, বিগত কিছুদিন ধরেই মিঠাইয়ের সাথে বাকি সিরিয়ালের পয়েন্টের পার্থক্য কমছিল। এই নিয়ে মিঠাই ফ্যানরাও বেশ কিছুটা চিন্তার মধ্যে ছিলেন। তবে এবার সেই  চিন্তাই আশঙ্কা হতে চলেছে। এবারের জনপ্রিয়তার তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ‘আলতা ফড়িং (Alta Phoring)’ ও ‘গাঁটছড়া (Gatchora)’ সিরিয়ালের নাম। যেটা রীতিমত চমকে দিয়েছে সমস্ত দর্শকদেরকেই।

   

Bengali Serial TRP List,Mithai,Gatchora,Alta Phoring,গাঁটছড়া,আলতা ফড়িং,মিঠাই,বাংলা সিরিয়াল,সিরিয়ালের টিআরপি,টিআরপি লিস্ট,টিআরপি তালিকা

আলতা ফড়িং সিরিয়ালে এক পিতৃ পরিচয় হীন অসহায় মেয়ের জীবনযুদ্ধের কাহিনী দেখো হয়েছে। সিরিয়ালের ব্যাঙ্ক বাবু আর ফড়িংয়ের জুটি শুরু থেকেই বেশ নজর কেড়েছে দর্শকদের। অন্যদিকে গাঁটছড়া সিরিয়ালে কড়ি ও ঋদ্ধিমান সিংহ রায়ের জুটিও বেশ চর্চায় উঠে এসেছে শুরু থেকেই। কিছুদিন আগেই দুজনের বিয়েও হয়েছে। কড়ির দিদির সাথে বিয়ে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পালিয়ে গিয়েছে সে। তাই একপ্রকার ঠকিয়েই বিয়ে হয়েসে ঋদ্ধি ও কড়ির। চলুন এবার দেখে নেওয়া যাক এসপ্তাহের অবিশ্বাস্য টিআরপি তালিকাঃ

Bengali Serial TRP List,Mithai,Gatchora,Alta Phoring,গাঁটছড়া,আলতা ফড়িং,মিঠাই,বাংলা সিরিয়াল,সিরিয়ালের টিআরপি,টিআরপি লিস্ট,টিআরপি তালিকা

গাঁটছড়া, আলতা ফড়িং, মিঠাই – ৯.৮ (প্রথম)

মন ফাগুন – ৯.৫ (দ্বিতীয়)

ধুলোকণা – ৯.৩ (তৃতীয়)

আয় তবে সহচরী – ৮.৫

খুকুমণি হোম ডেলিভারি – ৮.৪

উমা – ৮.৩

পিলু – ৭.৭

এই পথ যদি ননা শেষ হয় – ৭.৩

অপরাজিতা অপু – ৭.২

গঙ্গারাম – ৭.১

টিআরপি তালিকা দেখলেই বোঝা যাচ্ছে, মিঠাই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পরে গিয়েছে। আসলে হাসি মজার মধ্যে দিয়ে শুরু হলেও বর্তমানে জটিল হতে শুরু করেছে মিঠাই সিরিয়াল। তাই অনেক দর্শকরাই সেই নিয়ে অভিযোগ করছিলেন। তাছাড়া কিছুদিন আগেই বাংলাদেশের জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ ওঠে সিরিয়ালের বিরুদ্ধে। যার জেরে বাংলাদেশী দর্শকেরা মিঠাই বয়কটের দাবি তোলেন।