• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ছিঃ এরকম ভাবে তোমাকে দেখবো ভাবিনি’, শাড়ি ছেড়ে অন্তর্বাস দেখিয়ে ফ্যাসাদে ‘গাঁটছড়া’র সোলাঙ্কি

Updated on:

Gatchora Actress Solanki Roy Bold Photo became viral netigens did not like

টেলিভিশন তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। বর্তমানে ষ্টার জলসার পর্দায় ‘গাঁটছড়া’ (Gatchora) সিরিয়ালে প্রতিদিন দেখা মিলছে অভিনেত্রীর। দুর্দান্ত অভিনয়ে TRP লিস্টে সমস্ত সিরিয়ালকে হারিয়ে প্রথমস্থান ছিনিয়ে নিয়েছেন অভিনেত্রী। সিরিয়ালের খড়ি-ঋদ্ধির জুটি সবার প্রিয় হয়ে উঠেছে। কিন্তু এত জনপ্রিয়তার মাঝেও নিন্দার ঝড় উঠল অভিনেত্রীকে নিয়ে!

অভিনয়ের দৌলতে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় সোলাঙ্কি। লক্ষ লক্ষ অনুগামী রয়েছে ফেসবুক থেকে ইনস্টাগ্রামে। সেখানে সকলের সাথে ছবি ও ভিডিও শেয়ার করে নেন অভিনেত্রী। সম্প্রতি নিজের একটি বোল্ড ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই ছবি বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। কিন্তু ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একটা বড় অংশের মন খারাপ হয়ে গিয়েছে।

Solanki Roy Bold photohsoot

আসলে খড়ির চরিত্রে সোলাঙ্কিকে শাড়ি পরে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন দর্শকেরা। তাছাড়া কিছুদিন আগেই রিলিজ হয়েছে ‘বাবা বেবি ও’ ছবিটি, যেখানে যীশু সেনগুপ্তের সাথে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। কিন্তু বোল্ড লুকে তাকে এপর্যন্ত কেউই দেখেননি। এদিকে নেটপাড়ায় হটাৎই বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। পরনে ব্ল্যাক জ্যাকেট থাকলেও জ্যাকেটের ফাঁকে স্পষ্ট কালো অন্তর্বাস।

এভাবে অভিনেত্রীকে দেখতে একেবারেই অভ্যস্ত নন দর্শকেরা। তাই ছবি শেয়ার করতেই ভাইরাল যেমন ভাইরাল হয়ে পড়েছে তেমনি নেটিজেনরা তাঁর এই পোশাক দেখে একপ্রকার কষ্ট প্রকাশ করেছেন। নেটিজেনদের অনেকের মতেই, ‘তোমাকে এভাবে দেখবো ভাবতে পারিনি’। নেটিজেনদের মতে, কিছু অভিনেত্রী খুব প্রিয় হয় তেমনই একজন অভিনেত্রী তিনি। কিন্তু এই ধরণের বাজে পোশাকে তাকে একেবারেই মানাচ্ছেন না।

Solanki Roy,Gatchora Serial,Tollywood Actress,সোলাঙ্কি রায়,গাঁটছড়া,বাংলা অভিনেত্রী,বাংলা সিরিয়ালের অভিনেত্রী,Solanki Roy Bold Photos

অভিনেত্রীর ছবি দেখে নেটিজেনদের মন্তব্য একপ্রকার মন ভাঙার মত ইঙ্গিত দিচ্ছে। যদিও নেটিজেনদের মন্তব্যে অভিনেত্রী খুব একটা পাত্তা দেবেন বলে মনে  হয় না। পর্দায় অভিনয়ের জন্য শাড়ি পড়তে হলেও বাস্তবে তিনি ওয়েস্টার্ন পোশাক পড়তেই পারেন। বোল্ড লুকে সোলাঙ্কির ছবি সেই দিকেই ইশারা করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥