• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জমে উঠেছে গাঁটছড়া! প্রেসের সামনেই ঋদ্ধির মুখোশ খুলে দেওয়ার চ্যালেঞ্জ নিল খড়ি, রইল ভিডিও

বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল।তাই অবসর সময়ে সিরিয়াল দেখেই মনের ক্লান্তি দূর করে থাকেন সিরিয়ালপ্রেমী দর্শকরা। ইদানীং দর্শকদের অত্যন্ত পছন্দের এমনই একটি সিরিয়াল হয়ে উঠেছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’(Gantchora)। এই সিরিয়ালের বয়স বেশীদিন না হলেও মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই এটি দর্শক মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে।

সারা সপ্তাহের টিআরপি চার্টের দিকে তা ভালোই বোঝা যায়। উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই টিআরপি রেটিংয়ে একেবারে পিছিয়ে পড়েছিল স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষ। তাই টিআরপি রেটিংয়ে বড়সড় রদবদল ঘটাতে একের পর এক নতুন সিরিয়াল এনে চলেছে এই চ্যানেল। যার ফলও মিলেছে হাতেনাতে। এরফলেই ধীরে ধীরে নিজেদের পুরনো জায়গাও দখল করতে এগিয়ে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ।

   

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhhi,চ্যালেঞ্জ,Challenge,আসল সত্যি,Real Truth,রিসেপশন,Reception,মিডিয়া,Media

বর্তমানে ভালো টিআরপি দিয়ে স্টার জলসাকে সুখের মুখ দেখাতে এই মুহূর্তে বড় অবদান রয়েছে এই গাঁটছড়া সিরিয়ালের। তবে শুরুতেই শুধু প্রশংসা নয় সেইসাথে জুটেছে দর্শকদের নানান ট্রোলিংও। তারকাখচিত এই সিরিয়ালের ট্রাক দেখে ইতিপূর্বে একাধিকবার এই সিরিয়ালকে হুবহু ‘বকুল কথা’ র নকল বলেও কটাক্ষ করেছেন অনেকে।

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhhi,চ্যালেঞ্জ,Challenge,আসল সত্যি,Real Truth,রিসেপশন,Reception,মিডিয়া,Media
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক,তারা সকলেই জানেন শহরের নামজাদা ব্যাবসা পরিবারের বড় ছেলে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে চূড়ান্ত নাটকীয় ভাবে বিয়ে হয়েছে একেবারে সাধারণ ছাপোষা মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে খড়ির। হীরের ব্যাবসায়ী ঋদ্ধির অহংকার তার জহরীর চোখের মতো পছন্দ নিয়ে। বিয়ের আগে থেকেই খড়িকে একবারে সহ্য করতে পারে না সে। আর বিয়ের মন্ডপে খড়ির দিদি দ্যুতি তাকে ধোকা দেওয়ার পর থেকে খড়ির ওপর তার রাগ আরও দ্বিগুণ বেড়ে যায়।

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhhi,চ্যালেঞ্জ,Challenge,আসল সত্যি,Real Truth,রিসেপশন,Reception,মিডিয়া,Media

কিন্তু প্রেসের সামনে সমাজসেবার নামে নাটক শুরু করে ঋদ্ধি। যা দেখে খড়ির তার ভালোমানুষির মুখোশ টেনে ছিঁড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। কখনও খড়িকে ধাক্কা দিচ্ছে ঋদ্ধি, আবার কখনও খুব বাজে ভাবে অপমান করছে। আর ঋদ্ধি কে এমন ভিলেন দেখানো একেবারে পছন্দ করছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়ে ঋদ্ধির ব্যবহারের দ্রুত পরিবর্তন আনার দাবি জানানো হয়েছে।