এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) অন্যতম শো’জ টপার মেগা সিরিয়াল হল ‘গাঁটছাড়া’ (Gantchora)। এই সিরিয়ালের আনকোরা স্ক্রিপ্ট একসময় এই সিরিয়ালের মুকুটে জুড়েছিল বেঙ্গল টপারের (Bengal Topper) শিরোপা। তবে ইদানিং এই মেগা সিরিয়ালের টিআরপি একেবারে তলানিতে ঠেকেছে। তাই পুরোনো জনপ্রিয়তা ফিরে পেতে সদ্য সিরিয়ালে এসেছে নতুন মোড়।
কিছুদিন আগেই দেখা গিয়েছে সিংহরায় পরিবারের অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়েই ঘন জঙ্গলের মধ্যে আচমকা গায়েব হয়ে গিয়েছে সিরিয়ালের প্রধান নায়িকা খড়ি (Khori)। তারপর দর্শকদের নতুন চমক দিতে ইতিমধ্যেই এক বছরের লীপ নিয়ে নিয়েছে এই সিরিয়াল। আর সেদিন খড়ি হারিয়ে যাওয়ার পর সবাই ভাবতে শুরু করে জঙ্গলে বাঘের পেটে গিয়েছে।
কিন্তু এবার ধীরে ধীরে জোট খুলছে সমস্ত রহস্যের। জানা যাচ্ছে সেদিন জঙ্গল থেকে খড়ির আচমকা উধাও হয়ে যাওয়ার পিছনে হাত ছিল মিস্টার ডি-এর। কিন্তু খড়ির এখন কিছুই মনে নেই। সে এখন পুরোপুরি মিস্টার ডি অর্থাৎ ঋদ্ধির জেঠু এবং ভালো মা অর্থাৎ মৈনাকের মায়ের ষড়যন্ত্রের শিকার। তাই স্মৃতিশক্তি হারিয়ে এখন ঈশার চরম শত্রু সিংহ রায় জুয়েলার্স এবং তার মালিক ঋদ্ধিমান সিংহরায়। কিন্তু একথা মানতে নারাজ ঋদ্ধি।
অন্যদিকে রাহুলের কাছ থেকে সিংহরায়দের সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই নিজের নাম লিখিয়ে নিয়েছে ঈশা। কিন্তু এতকিছুর পরেও ঋদ্ধি (Ridhi)-র বিশ্বাস এই ঈশা (Isha)-ই তার খড়ি। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ভালো মা অর্থাৎ মৈনাকের মায়ের আসল চেহারা। সিংহরায়দের সাথে পুরোনো শত্রুতার থেকেই খড়িকে ব্যবহার করছে সে। যদিও বাড়ি হাতানোর পরেও খড়ি ওরফে ঈশা সিংহরায়দের ৭ দিনের সময় দিয়েছে।
আর তাতেই পাশা পাল্টে যাওয়ার ভয়ে কাঁপছে মৈনাকের মা। অন্যদিকে ঋদ্ধিও ঠিক করে নিয়েছে এই সাত দিনের মধ্যেই সে প্রমাণ করছে ছাড়বে এই ঈশাই তার খড়ি। এরইমধ্যে আজকের পর্বেই দেখা গিয়েছে বনিও তার জাম্বোকে কথা দিয়েছে এই ঈশার ঠিকুজি কুষ্ঠি সে বার করেই ছাড়বে। এসবের মধ্যেই বনিকে একজন অফিসার ফোন করে জানিয়েছেন জঙ্গল থেকে নতুন এক ক্লু হাতে এসেছে।
শুধু তাই নয় আগামীদিনে ধারাবাহিকে আসতে চলেছে আরও এক ধামাকাদাড় পর্ব। সেখানে দেখা যাবে ঈশার হাতে আসবে খড়ি এবং ঋদ্ধির বিয়ের ফটো। যা দেখে চমকে উঠবে ঈশা। তখন ঋদ্ধি ঘরে ঢুকে জানতে চাইবে কি চমকে উঠলেন! এছাড়া ঋদ্ধি সামনে থেকেই মিস ঈশাকে চ্যালেঞ্জ করে জানাবে ‘আপনি আমার খড়ি আর আমি আপনাকে এটা মনে করাবো’।