• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়ি ছেড়ে সুইমিং ড্রেসে খড়ি ঋদ্ধি! ভালোই কাটছে মধুচন্দ্রিমা, ভাইরাল ভিডিও 

বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchora)। শুরু থেকেই এই সিরিয়াল হয়ে উঠেছে দর্শকদের অত্যন্ত কাছের। টিআরপি তালিকাতেও শুরু থেকেই দুর্দান্ত র রেজাল্ট করে আসছে এই সিরিয়াল। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া থেকে একেবারে আলাদা ভিন্ন স্বাদের এই সিরিয়ালের ইউএসপি হয়ে দাঁড়িয়েছে সিংহ রায় পরিবারের তিন নাতবৌ খড়ি,দ্যুতি আর বনি।

এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন ভট্টাচার্য বাড়ির এই তিন বোনের বিয়ে হয়েছে একই বাড়িতে। প্রথমে খড়ির সাথে বাড়ির বড় ছেলে ঋদ্ধির এবং তারপরেই রাহুলের (Rahul) সাথে দ্যুতির (Dyuti) এবং সবশেষে বাড়ির ছোট ছেলে কুনালের সাথে বিয়ে হয়েছে বনির। শুরু থেকেই এই  সিরিয়ালের নায়ক-নায়িকা খড়ি (Khori)-ঋদ্ধির (Ridhi) সম্পর্কের রসায়ন মন কেড়েছে দর্শকদের।

   

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,রাহুল,Rahul,দ্যুতি,Dyuti

টিভির পর্দায় এই জুটিকে একসাথে দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের ফ্যান পেজগুলিতে চোখ দিলেই সে কথা বোঝা যায় হামেশাই। তবে ঋদ্ধি খড়ি ছাড়া এই সিরিয়ালের আরও দুইজন দুই জনপ্রিয় জুটি রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো রাহুল,দ্যুতি এবং কুনাল আর বনি। সিরিয়ালে কিছুদিন আগেই বনির সাথে কুনালের বিয়ে হয়েছে।

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,রাহুল,Rahul,দ্যুতি,Dyuti

সিরিয়ালে সবেমাত্র স্বাভাবিক হচ্ছিল ঋদ্ধি খড়ির সম্পর্ক। তারই মধ্যে হঠাৎ করেই  কুনাল বনির বিয়ের পর আবার নতুন করে শুরু হয় তাদের মধ্যে মান অভিমানের পালা। অন্যদিকে বনির বাড়ির ছোট বউ হয়ে আসায় তাকে নিয়ে শুরু হয়েছে নানা রকম অশান্তি। তাই এই পরিস্থিতিতে তিন নাতি নাত বউয়ের মিল করাতে তাদেরকে হানিমুনে পাঠানোর প্ল্যান করেছেন দাদু ঠাম্মি। এই মুহূর্তে সিরিয়ালে চলছে সেই হানিমুন পর্ব।

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,রাহুল,Rahul,দ্যুতি,Dyuti

এই মুহূর্তে গোপালপুরে চলছে সিরিয়ালের হানিমুন স্পেশাল পর্ব।সিরিয়ালের নায়ক নায়িকা রাহুল অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং দ্যুতি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের দৌলতে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই তার কয়েক ঝলক প্রকাশ্যে এসেছে। গতকালই অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় সিরিয়ালের ঋদ্ধি, খড়ি এবং দ্যুতির সাথে সুইমিংপুলে একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Anindya Chatterjee (@achatterjee4)

সেই ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের বেগে। ভিডিওতে কখনও দেখা যাচ্ছে খড়িকে কোলে তুলে নিচ্ছে তার দিদি দ্যুতি। আবার কখনও খড়ি আর দ্যুতিকে পিছন দিয়ে লাথি মেরে জলে ফেলে দিচ্ছে রাহুল। আবার কখনও রাহুল আর ঋদ্ধি সুইমিং কস্টিউম পরে হুল্লোড় করছে সুইমিংপুলে। এইসব ঝলক দেখার পর থেকে হানিমুন স্পেশাল পর্ব দেখার জন্য তর সইছে না দর্শকদের।

site