সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। দর্শকমহলে দারুন জনপ্রিয় স্টার জলসার প্রথম সারির এমনই একটি সিরিয়াল হল ‘গাঁটছড়া’ (Gantchora)। একেবারে শুরু থেকেই একের একেবারে বাজিমাত করে চলেছে এই সিরিয়াল। এই কারণে খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে এটি।
দর্শকদের মনোরঞ্জন করতে প্রতি সপ্তাহেই এই ধারাবাহিকে থাকে একের পর এক ধামাকাদাড় এপিসোড। যার ফলে আগেই টিআরপি তালিকায় সেরার মুকুট নিজেদের দখলে এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই সিরিয়াল। এই সিরিয়ালের প্রধান নায়ক-নায়িকা ঋদ্ধি-খড়ি ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে আরও একাধিক চরিত্র।
এই সিরিয়ালের এমনই এক জনপ্রিয় জুটি হল খড়ির (Khori) বোন বনি (Boni) আর ঋদ্ধির (Ridhi) ভাই কুনাল (Kunal)। কিছুদিন আগেই সিরিয়ালে এন্ট্রি নিয়েছে এমনই একজন চরিত্র অয়না। কুণালের বাড়ির লোকজনই তার সাথে বিয়ের ঠিক করেছে। একথা জানার পর থেকেই একটু একটু হিংসা আর রাগ হচ্ছে বনির। তার চোখ মুখ দেখে যে কেউ বলে দে আসলে সে ভালোবেসে খড়ির দেওর কুণালকে ভালোবেসে ফেলেছে।
প্রসঙ্গত সিরিয়ালে বনি কুণালকে শান্তি গোপাল বলে ডাকে। আর এখন সেই ভীতু ছেলেটাই যখন তাকে পাত্তা না দিয়ে অয়নার প্রেমে মুগ্ধ হয়ে পড়েছে তা দেখে আরও রেগে যাচ্ছে বনি। আসলে সিরিয়ালে খড়ির এই ছোট বোনটি আর পাঁচ টা মেয়ের থেকে একেবারে আলাদা। হাঁটাচলা, কথা বলা সব কিছুই তার ছেলেদের মতো। তাই তাকে দেখে সবাই প্রথমে ছেলে বলেই ভুল করে।
এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে বনি হঠাৎ ওড়না মাথায় দিয়ে কানে লম্বা কানের দুল ধরে দেখছে তাকে মেয়ে সাজলে কেমন লাগে। আর ছোট মেয়ের এমন কান্ড দেখে একেবারে আকাশ থেকে পড়েছে বনি খড়ির মা। তার ওপর যে মেয়ের হামাগুড়ি দেওয়ার বয়স থেকে ছোট চুল তার হঠাৎ চুল বড় করার ইচ্ছা হচ্ছে শুনে বনির মা ভাবছে তার মেয়ের হয়তো শরীর টা ভালো নয়। এই ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়।