• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রত্যেক সিরিয়ালের কমন সিন! ঋদ্ধির জামায় খড়িকে বোতাম লাগানোর দৃশ্য দেখে হাসির রোল নেটপাড়ায়

Published on:

Gantchora,গাঁটছড়া,Ridhi,ঋদ্ধি।Khori,খড়ি,Romance,রোমান্স,Viral Video,ভাইরাল ভিডিও

বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। অবসর সময়ে মনের ক্লান্তি দূর করতে বাংলা সিরিয়ালের জুড়ি মেলা ভার। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchora)। শুরু থেকেই এই সিরিয়াল হয়ে উঠেছে দর্শকদের অত্যন্ত কাছের। টিআরপি তালিকাতেও শুরু থেকেই রীতিমতো তাকে লাগিয়ে দিচ্ছে ঋদ্ধি (Ridhi)-খড়ির (Khori) জুটির দুর্দান্ত কেমিস্ট্রি ।

আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা ঋদ্ধি-খড়ির এই সিরিয়াল। তবে শুরু থেকেই এই ধারাবাহিকের অন্যতম মূল ইউএসপি সিংহ রায় পরিবারের তিন নাতবৌ খড়ি,দ্যুতি আর বনি জুটি। এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন ভট্টাচার্য বাড়ির এই তিন বোনের বিয়ে হয়েছে একই বাড়িতে। সদ্য সিরিয়ালে শেষ হয়েছে এই তিন জুটির হানিমুন স্পেশাল পর্ব (Honeymoon Special Episode)।

Gantchora,গাঁটছড়া,Ridhi,ঋদ্ধি।Khori,খড়ি,Romance,রোমান্স,Viral Video,ভাইরাল ভিডিও

গত সপ্তাহেই নায়ক নায়িকার হানিমুন দেখিয়ে টিআরপিতেও  দুর্দান্ত রেজাল্ট করেছে এই সিরিয়াল। শুরু থেকেই এই  সিরিয়ালের নায়ক-নায়িকা খড়ি (Khori)-ঋদ্ধির (Ridhi) সম্পর্কের রসায়ন মন কেড়েছে দর্শকদের। টিভির পর্দায় এই জুটির মিষ্টি মুহূর্ত চুটিয়ে উপভোগ করেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যান পেজগুলিতে চোখ দিলেই সে কথা বোঝা যায় হামেশাই।

Gantchora,গাঁটছড়া,Ridhi,ঋদ্ধি।Khori,খড়ি,Romance,রোমান্স,Viral Video,ভাইরাল ভিডিও

সদ্য প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি নতুন ভিডিও। এই ভিডিওতে দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের। ভিডিওতে দেখা যাচ্ছে ঋদ্ধির জামার বোতাম খুলে গিয়েছে। আর সেই বোতাম সেলাই করতে তাড়াতাড়ি সুঁচ সুতোনিয়ে এগিয়ে এসেছে খড়ি। সব সিরিয়ালের মত এই সিরিয়ালেও দেখা যাচ্ছে সেই বোতাম সেলাই করতে গিয়েই হঠাৎ করে আঙুলে সুঁচ ফুটে যায় খড়ির।

তখন খড়ির আঙুল নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে নেয় ঋদ্ধি। এমন কাণ্ড দেখেন চোখ বড় বড় হয়ে যায় খড়ির। ঋদ্ধি খড়িকে এভাবে কাছাকাছি আসতে দেখে দারুন খুশি হয়েছেন তার অনুরাগীরা। সেই সাথে ট্রোলিং করেছেন নেটিজেনদের অনেকে। সব সিরিয়ালের মত এই সিরিয়ালেও নায়কের জামার বোতাম ছিঁড়ে যাওয়ায় খড়িকে তা সেলাই করতে দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥