• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌয়ের আদর, যত্নে মন গলছে বদরাগী ঋদ্ধির! প্রিয় জুটিকে কাছাকাছি আসতে দেখে খুশি দর্শক

শুরু হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই অসাধ্য সাধন করে তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’। টিআরপি লিস্টে দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে থেকে একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল জি বাংলার ‘মিঠাই’ সিরিয়াল। একটানা ৪৮ সপ্তাহ ধরে বেঙ্গল টপারের খেতাব নিজেদের দখলে রেখেছিল মিঠাইয়ের মোদক পরিবার। কিন্তু বিগত প্রায় দুসপ্তাহ ধরে চিত্রটা একেবারে পাল্টে গিয়েছে।

সৌজন্যে স্টার জলসার নতুন সিরিয়াল গাঁটছড়ার নায়িকা খড়ি। উল্লেখ্য এই খড়ি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায়। তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের কনটেন্ট নিয়ে সকলের সমস্ত কটাক্ষ, সমালোচনা সবকিছু উড়িয়ে ইতিমধ্যেই টিআরপি তালিকার একেবারে শীর্ষে উঠে এসেছে এই সিরিয়াল।

   

ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,গাঁটছড়া,Gantchora,দ্বিরাগমন,Diragomon
এরফলে ইদানীং এই সিরিয়ালকে ঘিরে দর্শকদের মধ্যে বেড়েছে ব্যাপক চাহিদা। এই মুহূর্তে স্টার জলসার অন্যতম টপ রেটিং সিরিয়াল হয়ে উঠেছে এই ‘গাঁটছড়া’। যার হাত ধরে আবার নিজেদের পুরনো জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে এই চ্যানেল কর্তৃপক্ষ। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক,তারা সকলেই জানেন শহরের নামজাদা ব্যাবসা পরিবারের বড় ছেলে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে চূড়ান্ত নাটকীয় ভাবে বিয়ে হয়েছে একেবারে সাধারণ ছাপোষা মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে খড়ির।

ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,গাঁটছড়া,Gantchora,দ্বিরাগমন,Diragomon

হীরের ব্যাবসায়ী ঋদ্ধির অহংকার তার জহরীর চোখের মতো পছন্দ নিয়ে। বিয়ের আগে থেকেই খড়িকে একবারে সহ্য করতে পারে না সে। বিয়ের মন্ডপে খড়ির দিদি দ্যুতি তাকে ধোকা দেওয়ার পর থেকে খড়ির ওপর তার রাগ আরও দ্বিগুণ বেড়ে যায়। খড়ির ওপর প্রতিশোধ নিতে ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে কখনও খড়িকে ধাক্কা দিচ্ছে ঋদ্ধি, আবার কখনও খুব বাজে ভাবে অপমান করছে।

ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,গাঁটছড়া,Gantchora,দ্বিরাগমন,Diragomon
এরই মধ্যে সিরিয়ালে দেখা গিয়েছে হোটেলে ঋদ্ধির হাতে নাতে ধরা পড়তে পড়তে পালিয়ে বেঁচেছে দ্যুতি। তারপর থেকেই ঋদ্ধির সন্দেহ দ্যুতি নিজের বাড়িতেই রয়েছে। তাই তাকে খুজে বের করতে খড়ির সাথেই দ্বিরাগমনে তার বাড়িতে এসেছে ঋদ্ধি। কিন্তু বাড়ির লোকের সামনে মিথ্যে বিয়ের নাটক করার জন্য ঋদ্ধির সাথে এক ঘরেই থাকার অনুমতি চায় খড়ি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)