• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাঁটুর বয়সী নায়িকার সাথে বিয়ে! অনস্ক্রিন বৌকে নিয়ে ট্রোলিংয়ের জবাবে মুখ খুললেন গৌরব

Published on:

Gantchora serial Ridhi actor Gourab Chatterjee's reaction on trolling Bindi

একসময় স্টার জলসার (Star Jalsha) সেরা বাংলা সিরিয়াল (Bengali Serial) ছিল ‘গাঁটছড়া’ (Gantchora)। টি আর পি (TRP) তালিকাতেও টপ হয়েছে বেশ কয়েকবার। শুরু থেকে এই সিরিয়ালের নায়ক-নায়িকা ঋদ্ধি-খড়ি (Ridhi-Khori) চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সোলাঙ্কি রায়। একসময় দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছে তাঁদের এই ‘খড়িদ্ধি’ জুটি।

কিছুদিন আগেই চুক্তি শেষ হয়ে যাওয়ায় মাঝপথেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসেন সিরিয়ালের প্রধান নায়িকা  খড়ি অভিনেত্রী সোলাঙ্কি। তারপর থেকেই আচমকা পড়তে শুরু করে এই সিরিয়ালের টিআরপি। যা দিনে দিনে একেবারে তলানিতে ঠেকেছে। সেই সাথে এখন সন্ধ্যে সাতটার প্রাইম টাইম স্লট থেকে সরিয়ে এই সিরিয়ালটিকে পাঠানো হয়েছে রাত সাড়ে দশটার স্লটে। তবে এক সময়ের এই বেঙ্গল টপার এই সিরিয়াল এখন দর্শকদের একেবারে অপছন্দের সিরিয়াল হয়ে উঠেছে।

Gantchora New Slot

সেইসাথে সোশ্যাল মিডিয়ায় লাগাতার ট্রোলিংও চলছে এই সিরিয়াল নিয়ে। বিশেষ করে খড়ি সিরিয়াল ছাড়ার পর গাঁটছড়া লীপ  নিয়ে এক লাফে এগিয়ে গিয়েছে ১৫ বছর। আর লীপ নেওয়ার পর এই সিরিয়ালের  নতুন প্রজন্মের গল্প একেবারেই ছাপ  ফেলতে পারছে না দর্শকমহলে। অন্যদিকে ধারাবাহিকে এখন খড়ি ফিরে আসার কোনো সম্ভাবনা না থাকায় ঋদ্ধির জীবনে আনা হয়েছে  নতুন নায়িকা বিন্দিকে।

ধারাবাহিক এই বিন্দি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। প্রসঙ্গত ইতিপূর্বে গৌরব এবং সোমাশ্রী দুজনেই অভিনয় করেছিলেন জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে। এই ধারাবাহিকে তাঁরা  দুজনেই  অভিনয় করেছিলেন শ্বশুর-বৌমার চরিত্রে। আর এবার সেই অনস্ক্রিন বৌমাকেই গাঁটছড়া সিরিয়ালের ঋদ্ধি  বিয়ে করায় তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রোলিং।

Riddhiman and Bindi, Gaatchora, Gaatchora new heroine

বিন্দি অভিনেত্রী সোমাশ্রীকে কটাক্ষ করে সরাসরি কেউ লিখছেন ‘তাকে দেখতে খারাপ’। আবার কারও মন্তব্য ‘এই অভিনেত্রী একেবারে অভিনয় করতে পারে না’। এবার অনস্ক্রিন বৌকে নিয়ে নিন্দুকদের এই সমস্ত ট্রোলিং  নিয়ে মুখ খুললেন খোদ ঋদ্ধিমান সিংহ রায় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়।

Gourab Chatterjee

নিন্দুকদের এই ট্রেলিংয়ের জবাবে গৌরব বলেছেন ‘যারা ট্রোল করেন, আমাকে ভালোবাসেন বলেই করেন। আমি মন থেকে তাঁদের বলতে চাই, আই লাই ইউ টু। আসলে তাঁরা তো আমাকে নিয়ে ভাবেন। আমি বা আমাদের জুটি তাঁদের মনে এতটা প্রভাব ফেলেছি যে তাঁরা আমাদের জুটিকে নিয়ে চিন্তা করছেন। এটা আশীর্বাদ বা উপহার ছাড়া আমার কাছে আর কিছু নয়।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥