বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় একজন অভিনেতা হলেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। যদিও এছাড়াও আরও একটা পরিচয় রয়েছে তাঁর। তিনি হলেন মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) নাতি। তবে নিজের অভিনয় দক্ষতাতেই উত্তম কুমারের নাতি হওয়ার ট্যাগটাকে পাশে রেখেও তিনি হয়ে উঠেছেন বাংলা সিরিয়ালের সুপারস্টার।
গৌরব এই মুহূর্তে অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchora) তে প্রধান নায়ক ঋদ্ধিমান সিংহরায়ের (Ridhiman Singharoy) চরিত্রে। ছোটপর্দার ঋদ্ধি হয়েই তিনি হয়ে উঠেছেন বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের একেবারে ঘরের ছেলে। প্রসঙ্গত বাংলা সিরিয়ালের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেলেও গৌরবের অভিনয়ের ক্যারিয়ার কিন্তু শুরু হয়েছিল বড় পর্দা থেকেই।
২০০৫ সালে প্রথম সিনেমা ‘ভালোবাসার অনেক নাম’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও তারপর বেশ কিছুদিন অভিনয় জগত থেকে দূরেই ছিলেন এই অভিনেতা। পরবর্তীতে স্টার জলসা দুর্গা সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব এসেছিল গৌরবের কাছে। এই সিরিয়ালটাই ছিল অভিনেতার জীবনের টার্নিং পয়েন্ট।
তবে দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে আজও নিরাপত্তাহীনতায় ভোগেন গৌরব। এ প্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে এপ্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন ‘৩০ বছর বয়স হওয়ার পর মনে হয়েছিল, আমায় হয়তো আর কেউ হিরো হিসাবে নেবে না। নিজেকে ধরে রাখতে হবে’।
এছাড়া এদিন গৌরব জানিয়েছেন তিনিও নিরাপত্তাহীনতায় ভোগেন। ছোটপর্দার ঋদ্ধির কথায় ‘কিছুটা নিরাপত্তাহীনতা তো আছেই। আমার একটা কথা খালি মনে হয়, আমি যদি কখনও কোনও কাজে ব্যর্থ হই, সেটা যেন আমার নিজের কোনও অক্ষমতার জন্য না হয়’। তবে এখন কিন্তু ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করছেন গৌরব।
প্রসঙ্গত সামনেই মুক্তি পেতে চলেছে গৌরব অভিনীত নতুন সিনেমা কীর্তন। তবে বড়পর্দায় প্রতিষ্ঠা লাভের বিষয়ে গৌরব মনে করেন বড়পর্দায় এখনও তাঁর সময় আসেনি। আরও পাঁচ বছর পর সেই সময় আসবে বলে মনে করেন তিনি। এপ্রসঙ্গে গৌরব বলেছেন ‘সব সময় প্রার্থনা করি সকালে উঠে যেন আমায় ভাবতে না হয় যে, আজ কী কাজ করব। প্রতি দিন যেন ব্যস্ত থাকতে পারি’।