ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ হলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। দীর্ঘ ১২ বছরের অভিনয় জীবনে একাধিক ছবিতে বেশীরভাগ ক্ষেত্রেই কখনো খলনায়ক তো কখনো পার্শ্ব চরিত্রে অভিনয় করেই আজকের এই সাফল্য অর্জন করেছেন অনিন্দ্য। যদিও ইদানিং দর্শকদের কাছে তিনি ‘রাহুল’ (Rahul) নামেই অধিক পরিচিত।
সৌজন্যে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gantchora)। এই ধারাবাহিকে ক্যাসিনোভা ইমেজের জন্য দর্শকমহলে ব্যাপক মহিলা ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেতার। ধারাবাহিকে রাহুলের প্রেমিক মন ধুপধাপ প্রেমে পড়ে। বাড়ি বৌ থাকতেও সুন্দরী মেয়ে দেখলেই বুকের বাঁ পাশে ধুকপুকানি বেড়ে যায় তার। তবে সবটাই চরিত্রের খাতিরে।
পর্দার বাইরে গাঁটছড়ার রাহুলের সাথে কতখানি মিল রয়েছে বাস্তব জীবনের অনিন্দ্যর। সম্প্রতি এপ্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার মুখোমুখি বসেছিলেন অভিনেতা। অভিনেতা জানিয়েছেন পর্দার রাহুলের সাথে তার একেবারেই মিল নেই। তাই অভিনেতার কথায় এই কারণেই তিনি একজন অভিনেতা হিসেবে বিভিন্ন ধরণের সেই চরিত্রে অভিনয় করতে পারেন।
সেইসাথে অনিন্দ্য স্পষ্ট জানিয়েছেন তিনি মনে করেন পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিজীবন গুলিয়ে না ফেলাই ভালো। দু’টো একেবারে আলাদা। এরপরেই কথায় কথায় উঠে আসে অনিন্দ্যর জীবনের প্রেমের প্রসঙ্গ। আর বিষয় যখন প্রেম তখন কোনোরকম রাখ ঢাক না রেখেই অভিনেতার স্পষ্ট জবাব , ‘যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, তাঁরা জানেন, আমি একটি সম্পর্কে আছি’।
কিন্তু কে সেই প্রেমিকা সে সম্পর্কে খানিক ধোয়াঁশা বজায় রেখেই অভিনেতা বলেছেন তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বললে কিংবা ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলেই নাকি তার আভাস পাওয়া যায়। পেঅসঙ্গত টিভির পর্দায় দ্যুতি অভিনেত্রী শ্রীমার সাথে দারুন কেমিস্ট্রি অভিনেতার। তাছাড়া ফ ক্যামেরাও মাঝে মধ্যেই রীল ভিডিও বানিয়ে থাকেন তারা। তার জন্য অবশ্য প্রেমিকার মুখ ঝামটা শুনতে হয়না বলেই জানিয়েছেন পর্দার রাহুল।