• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হচ্ছে খড়ি! ‘গাঁটছড়া’য় ‘সুখবর’ মিলতেই আনন্দে আত্মহারা খড়িদ্ধি ভক্তরা

Published on:

Gantchora khori pregnant

স্টার জলসার (Star Jalsha) অন্যতম সেরা বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘গাঁটছাড়া’ (Gantchora)। একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়ালের নায়ক-নায়িকা ঋদ্ধি-খড়িকে (Riddhi-Khori) তো সারাক্ষণ চোখে হারাচ্ছেন অনুরাগীরা। দর্শকমহলে তাঁদের জুটি এতটাই জনপ্রিয় যে দর্শকরা ভালোবেসে তাদের জুটির  নাম দিয়েছেন ‘খড়িদ্ধি’ (Khoriddhi)।

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন মাঝে বেশ কিছুদিন একে অপরের কাছাকাছি থেকেও অনেকটাই দূরে ছিল খড়ি ঋদ্ধি। তাই বহুদিন ধরেই তাদের আবার একসাথে দেখার অপেক্ষায় কার্যত মুখিয়ে ছিলেন অনুরাগীরা। এতদিনে খড়ি জেনেছে নিজের আসল পরচিচয়। সে জেনে গিয়েছে ভালো মায়ের আড়ালে থাকা খলনায়িকার  আসল রূপ।

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছাড়া,Gantchora,গর্ভবতী,Pregnant,ঋদ্ধি,Riddhi,খড়ি,Khori,খড়িদ্ধি,Khoridhi,বাচ্চা আসছে,Baby Comming

এতদিনে ইশা ওরফে খড়ি বুঝতে পেরেছেন দিনের পর দিন তাকে ব্যবহার করে একের পর এক বেআইনি কাজ করেছে তারই ভালো মা। আর তাই তাকে ধরতে বনির সাহায্য নিয়ে সকলের সামনে ভালো মা অর্থাৎ দেবলীনার আসল চেহারা সকলের সামনে এনেছে খড়ি। পুলিশের খড়ি আর ঋদ্ধির মৃত্যুর ভুয়ো খবর পাওয়া মাত্রই সিংহরায় বাড়ি নিলাম করতে এসেছিল সে।

কিন্তু তখনই তার সমস্ত চাল ভেস্তে দেয় খড়ি। জানিয়ে দে রাহুল নকল ইশার নামে যে সম্মতি লিখে দিয়েছিল সেই কাগজের মেয়াদ ইতিমধ্যেই শেষ গিয়েছে তাই ওই কাগজের কোনো মূল্যই নেই। তাই তিনি বাড়ি নিলাম করতে পারবেন না। আর এইভাবেই দেখা যাচ্ছে সিরিয়ালের প্রধান নায়িকা খড়ি আবার ফিরে এসেছে নিজের আগের রূপে।

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছাড়া,Gantchora,গর্ভবতী,Pregnant,ঋদ্ধি,Riddhi,খড়ি,Khori,খড়িদ্ধি,Khoridhi,বাচ্চা আসছে,Baby Comming

এছাড়াও ইতিমধ্যেই দর্শক দেখেছেন বিয়ের থেকে পালিয়ে এসে ঋদ্ধি খড়ির বহু প্রতীক্ষিত ‘খড়িদ্ধি’ মুহূর্ত। এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি খবর। শোনা যাচ্ছে ঋদ্ধি -খড়ির মিল হতেই এবার তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য ,অর্থাৎ মা হতে চলেছে খড়ি। এই খবর মিলতেই আনন্দে আত্মহারা ঋদ্ধি খড়ির ভক্তরা। তবে এমনটা আদৌ সত্যি হতে চলেছে কিনা তা কিন্তু নিচিত নয়।

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছাড়া,Gantchora,গর্ভবতী,Pregnant,ঋদ্ধি,Riddhi,খড়ি,Khori,খড়িদ্ধি,Khoridhi,বাচ্চা আসছে,Baby Comming

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন গাঁটছড়া ভক্ত এমনই এক ইচ্ছা প্রকাশ করে লিখেছেন ‘এটা যে কবে দেখতে পাবো’! সেইসাথে ছবিতে দেখা যাচ্ছে হাসিমুখে বসে রয়েছে ঋদ্ধি খড়ি। আর ঋদ্ধির কোলে এক খুদে শিশুকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। এই ছবি দেখে কমেন্ট সেকশনে হাসির ইমোজিতে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥