• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিপদ পিছু ছাড়ছে না ঋদ্ধি-খড়ির! গয়নার কম্পিটিশন জেতার পরেই গাঁটছড়ায় আসছে নতুন খলনায়ক

Published on:

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধিমান,Ridhiman,অপরাধী ডি,Criminal D

সিরিয়ালে নায়ক নায়িকাদের পিছনে সব সময় বিপদ জন্য লেগেই রয়েছে। একটা সমস্যা শেষ হতে না হতেই  হাজির হয় আরও একটা সমস্যা। ইদানিং ঠিক এমনই ঘটনা ঘটছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gantchora)-য়। সবেমাত্র নিজের শৈল্পিক বুদ্ধিকে কাজে লাগিয়ে দত্ত জুয়েলার্স গ্রূপের মুখে ঝামা ঘষে দিয়ে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে, সিংহ রায় পরিবারের বড় বউ খড়ি (Khori)।

তারপর থেকেই খোদ ঋদ্ধিমান (Ridhiman) থেকে শুরু করে শাশুড়ি মঞ্জিরা সকলেই খড়ির বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ।  এতদিন শাশুড়িকে ম্যাডাম বলে ডাকতো খড়ি। কিন্তু এইভাবে পরিবারের মান সম্মান বাঁচানোর পর থেকে তার শাশুড়ি তাকে জানিয়েছে এবার থেকে আর ম্যাডাম নয় মা বলে ডাকতে হবে তাকে। সেই সাথে খড়িই যে তার যোগ্য উত্তরসূরী সে কথাও সকলের সামনে জানিয়ে দিয়েছে তার শাশুড়ি।

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধিমান,Ridhiman,অপরাধী ডি,Criminal D

অন্যদিকে তাকে সকলের সামনে স্ত্রীর মর্যাদা দিয়েছে ঋদ্ধিও। অন্যদিকে এই কম্পিটিশনে হেঁটে নিজেকে নতুন করে প্রমাণ করেছে দ্যুতি। এতদিন পর সে খুঁজে পেয়েছে নিজের হারিয়ে যাওয়া স্বপ্ন। তারপর সংবাদ মাধ্যমে দ্যুতিকে নিয়েও কথা হচ্ছিল। তখন মাঝখান থেকে গিয়ে নিজের নাম কেনার চেষ্টা করছিল রাহুল। কিন্তু তার সেই চেষ্টা ধোপে টেকেনি।

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধিমান,Ridhiman,অপরাধী ডি,Criminal D

কারণ রাহুল আগে যেভাবে দ্যুতিকে সবার সামনে অপদস্থ করে অসম্মান করেছিল তা ভোলেনি দ্যুতি। তাই সমস্ত অপমানের যোগ্য জবাব দিয়ে দ্যুতি সাফ জানিয়ে দিয়েছে তার আজকের সাফল্যের সবটুকুই জন্যই কৃতিত্ব রয়েছে তার নিজের মা-বাবা এবং দুই বোনের। আর সকলের সামনেই সে খড়িকে নিজের অনুপ্রেরণা বলে জানিয়েছে।

অন্যদিকে এরই মাঝে জানা যাচ্ছে নতুন করে ফিরে এসেছে ভয়ংকর অপরাধী ডি (Criminal D)।  কিন্তু সে কে তার কি পরিচয় এসব কিছুই জানা যায়নি এখনও। কিন্তু আগামী দিনে তার টার্গেট হতে চলেছে  খড়ি আর ঋদ্ধি। তাই এই ভয়ঙ্কর অপরাধীকে ধরার কাজে পুলিশের তরফে সাহায্য চাওয়া হয় খড়ির বোন বনি অর্থাৎ বহ্নিশিখা  ভট্টাচার্যের কাছে।

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধিমান,Ridhiman,অপরাধী ডি,Criminal D

দিদি জামাইবাবুর এমন একটা  বিপদের কথা জানতে পেরে পুলিশের দেওয়া চাকরি নিতে আর দুবার ভাবেননি বনি। প্রসঙ্গত কম্পিটিশনে জেতার পর থেকেই অনেকটা কাছাকাছি এসে গিয়েছে ঋদ্ধি-খড়ি। এরই মধ্যে তাদের সুখের সংসারে নতুন খলনায়ক ডি-এর আগমন ঘটায় বেশ চিন্তায় রয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥