একেবারে শুরু থেকেই একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে স্টার জলসার শো’জ টপার সিরিয়াল গাঁটছড়া (Gantchora)। এমনিতেই সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়ালের ডালি নিয়ে হাজির হয় বিনোদনমূলক চ্যানেল গুলি। এই কারণে খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে এই গাঁটছড়া সিরিয়াল।
শুরু থেকেই এই ধারাবাহিকের অন্যতম ইউ এস পি হয়ে উঠেছে জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায়ের (Solanki Roy) তুখোড় অভিনয়। তার অভিনয় দক্ষতাকে হাতিয়ার করেই একের পর এক ধামাকাদাড় এপিসোড দিয়ে ইতিমধ্যে টিআরপি তালিকায় সেরার মুকুট নিজের দখলেই রেখে তাক লাগিয়ে দিয়েছে গাঁটছড়া সিরিয়াল।
সিরিয়ালে সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়ন দেখে চোখ ফেরাতে পারে না দর্শকরা। আর ইদানীং টিআরপি তালিকায় বিরাট রদবদল ঘটিয়ে এই সিরিয়ালকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক,তারা সকলেই জানেন শহরের নামজাদা ব্যাবসায়ী পরিবারের বড় ছেলে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে চূড়ান্ত নাটকীয় ভাবে বিয়ে হয়েছে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে খড়ির।
এরই মধ্যে দেখা যাচ্ছে সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। সিংহরায় বাড়িতে নিজে থেকেই রাহুলের জন্য এসেছে বড়লোক বাড়ির মেয়ের বিয়ের সম্বন্ধ। অন্যদিকে দ্যুতির মাও তাকে যে কোন এক পাত্রের সাথে পাত্রস্থ করতে মরিয়া হয়ে উঠেছে। আর রাহুল দ্যুতির মাথায় টুপি পরিয়ে ভুলভাল বুঝিয়েছে সব দোষ খড়ির ঘাড়েই চাপিয়ে দিয়েছে। অন্যদিকে দিনে দিনে ঋদ্ধির মায়ের খড়ির প্রতি মন গলতে শুরু করেছে।
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো ভিডিও (Promo Video)। এই ভিডিওতে দেখা যাচ্ছে রাহুলকে দাদা বৌদির পা ছুঁয়ে প্রণাম করতে বলছে খড়ি। তাই বাধ্য হয়ে সকলের সামনে খড়ি আর ঋদ্ধির পা ছুঁয়ে প্রণাম করে রাহুল। আর বলতে থাকে সিংহরায় বাড়িতে আর বেশি থাকতে পারবে না খড়ি। অন্যদিকে বিয়ের সাজে সিংহরায় বাড়িতে এসে দ্যুতি দেখে অন্য মেয়ের সাথে নাচ করছে রাহুল। এখন এটাই দেখার রাহুলের আসল মুখোশ খড়ি সবার সামনে কীভাবে নিয়ে আসে।