বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়ালের ডালি নিয়ে হাজির হয় বিনোদনমূলক চ্যানেল গুলি। তাই পছন্দের সিরিয়ালের একটা এপিসোডও মিস করতে চান না দর্শকরা। এই মুহূর্তে পরপর ৬ সপ্তাহ ধরে বেঙ্গল টপারের খেতাব জিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া (Gantchora)।
শুরুতেই বাজিমাত করে জনপ্রিয়তার দিক দিয়ে জি বাংলার সিরিয়াল ‘মিঠাই’কেও ছাপিয়ে গিয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’।একের পর এক ধামাকাদাড় এপিসোড দিয়ে ইতিমধ্যে টিআরপি তালিকায় সেরার মুকুট নিজের দখলেই রেখে তাক লাগিয়ে দিয়েছেন গাঁটছড়া সিরিয়ালের খড়ি চরিত্রের অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)।
দর্শকরাও মুড়ে দিয়েছেন অফুরন্ত ভালোবাসায়। তাই দর্শকদের ভালোবাসাতেই পরপর ৬ সপ্তাহ ধরে বেঙ্গল টপারের খেতাব জিতে আসছে টিম গাঁটছড়া। প্রসঙ্গত গতকালই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের টিআরপি তালিকা। সেখানে দেখা গিয়েছে এদিন ফের একবার দর্শকদের ভালোবাসায় বেঙ্গল টপারের শিরোপা জিতে নিয়েছে গাঁটছড়া।
প্রসঙ্গত সামনেই রঙের উৎসব। শিবরাত্রির পর দোলের দিনেই বড় ধামাকা হতে চলেছে গাঁটছড়া সিরিয়ালে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো ভিডিও (Promo Video)। এই ভিডিওতে দেখা যাচ্ছে রাহুলের বিয়ের অনুষ্ঠানে থাকবে না বলে ব্যাগ গোছাচ্ছে খড়ি (Khori)। ঋদ্ধি (Ridhi) আটকাতে গেলে জানিয়ে দেয় এমনিতেই সে প্রমাণ জোগাড় করতে পারেনি, তাই শর্ত মেনে বাড়ি থেকে চলে যাবে সে।
তখন খড়ি কে আটকাতে গেলে ঋদ্ধির হাতে লেগে খড়ির পোশাক ছিঁড়ে যায়। ঋদ্ধি তখন সরিয়ে বলে ঘর থেকে বেরিয়ে আসতে যায়, তখনই এসে হাজির হয় দ্যুতি। কাঁদতে কাঁদতে এসে খড়িকে সে বলে তাঁকে বাঁচাতে। কেননা সন্তানের মা হতে চলেছে সে। কিন্তু একথা আদৌ সত্যি নাকি রাহুলের বিয়ে আটকাতে এমন ফন্দি এঁটেছে দ্যুতি সেটাই দেখার।