• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসা উবে গেল এক নিমেষে! সত্যি জানতেই খড়ির চোখে দেবতা থেকে খুনি হল ঋদ্ধি 

Published on:

Gantchora serial new promo on air

এই মুহূর্তে স্টার জলসার প্রথমসারির অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘গাঁটছড়া’ (Gantchora)। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। শুরুর থেকেই এই সিরিয়ালের প্রতিটা এপিসোডই মন জয় করে নিয়েছে দর্শকদের। সাপ্তাহিক টিআরপি তালিকাতেও যার ছাপ রয়েছে স্পষ্ট।

টিভির পর্দায় ঋদ্ধি (Ridhi)-খড়ি (Khori)-র খুনসুটি দেখতে ভালোবাসেন দর্শকরাও। তবে সিরিয়ালের নায়ক নায়িকাদের জীবনে বিপদ যেন সর্বক্ষণের সঙ্গী। বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ে না তাদের। তবে দিনের শেষে  একথাও ভুলে গেলে চলবে না  বিপদ না থাকলে গল্পও এগোবে না সিরিয়ালের। তবে দর্শকদের কখনই নিরাশ করেন না এই সিরিয়ালের নির্মাতারাও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,নতুন প্রোমো,New Promo

প্রায় প্রতি সপ্তাহেই এই ধারাবাহিকের দর্শকদের জন্য থাকে নিত্যনতুন চমক। বিপদ কেটে গিয়ে দেবী দুর্গার আগমনের সাথে সাথে  সবেমাত্র ঋদ্ধি-খড়ির দুই পরিবারে এসেছিল একমুঠো খুশির মুহূর্ত। ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে ভট্টাচার্য বাড়িতে বহুদিন পর আবার হচ্ছে দুর্গাপুজো। একটা সময় এই পুজো হত খড়ির জেঠুর হাতে। কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে কালীপুজোর রাতে এক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল খড়ির জেঠুর প্রাণ।

কোনো এক প্রভাবশালী ব্যক্তির গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছিল খড়ির জেঠুর। যার রহস্য সমাধান হয়নি আজও। কিন্তু এই দুর্গাপুজোয় খড়ি দৃঢ়প্রতিজ্ঞ যে করেই হোক সে নিজের জেঠুর খুনিকে যে করেই হোক শাস্তি দেবে। এই কারণেই পুরনো কেস রিওপেন করে পরিচিত পুলিশ অফিসারের সাহায্য নিয়ে আসল অপরাধীর নাম জানতে মরিয়া খড়ি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,নতুন প্রোমো,New Promo

সদ্য প্রকাশ্যে আসা একটি প্রোমোতে দেখা যাচ্ছে সত্যি জেনে নিজেই ধর্ম সংকটে পড়ে গিয়েছে খড়ি। আসলে তদন্তে উঠে এসেছে পাঁচ বছর আগে খড়ির জেঠু যার গাড়ি চাপা পড়েছিল সে আর কেউ নয় খড়ির স্বামী অর্থাৎ বিখ্যাত হীরের ব্যবসায়ী ঋদ্ধিমান সিংহ রায়। প্রকাশ্যে আসা নতুন প্রমোতে (New Promo) দেখা যাচ্ছে কালীপুজোর জন্য রাতে খরির জন্য একঝুড়ি বাজি নিয়ে হাজির হয়েছে ঋদ্ধি।

কিন্তু খড়ি তার কাছে জানতে চায় তার জীবনে যে হাহাকার এসেছে তার কি হবে?এরপরেই খড়ি ঋদ্ধিকে  জানায় পাঁচ বছর আগে কালীপুজোর রাতে তার জন্যই মৃত্যু হয়েছিল জেঠুর।এ কথা শুনে মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে ঋদ্ধির। এখন দেখার খড়ি  কিভাবেএই ধর্মসঙ্কট থেকে বেরিয়ে আসল অপরাধীকে খুঁজে বের করে।  কারণ  যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা ইতিমধ্যেই আঁচ করতে পেরেছেন খড়ির জেঠুর  আসল খুনি ঋদ্ধি নয়। বরং  এরসাথে  কোন না কোন ভাবে জড়িয়ে রয়েছে কুনাল এর বাবা এবং রাহুলের মা। এখন দেখার আগামী দিনে গাঁটছড়ায় আসে কোন ধামাকাদার পর্ব।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥